ETV Bharat / politics

বিহারে এনডিএ-র আসন সমঝোতা চূড়ান্ত, বিজেপি লড়বে 17 আসনে

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 8:52 PM IST

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024

Lok Sabha Elections 2024: বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি ৷ ওই রাজ্যে লোকসভার আসন 40টি ৷ এর মধ্যে বিজেপি লড়বে 17টিতে ৷ জেডিইউ 16টি, চিরাগ পাসোয়ানের দল 5টিতে লড়বে ৷ হ্যাম ও আরএলএম-এর জন্য একটি করে আসন বরাদ্দ হয়েছে ৷

পটনা, 18 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল এনডিএ ৷ ওই রাজ্যের 40টি আসনের মধ্যে 17টিতে লড়াই করবে বিজেপি ৷ নীতীশ কুমারের জেডিইউ 16টি আসনে লড়বে ৷ চিরাগ পাসোয়ানের এলজেপিআর-কে পাঁচটি আসন ছাড়া হয়েছে ৷ একটি করে আসন দেওয়া হয়েছে জিতিন রাম মাঞ্ঝির হ্যাম ও উপেন্দ্র কুশওয়াহার দল আরএলএম-কে ৷ সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠক হয় ৷ সেখানে আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করেন বিজেপি নেতা তথা বিহারে বিজেপির পর্যবেক্ষক বিনোদ তাওড়ে ৷

কোন কোন আসনে কোন দল লড়বে, সেটাও জানানো হয়েছে বিজেপির তরফে ৷ বিজেপি যে 17টি আসনে লড়বে, সেগুলি হল - পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, ঔরঙ্গাবাদ, মধুবনী, আরারিয়া, দরভাঙ্গা, মুজাফফরপুর, মহারাজগঞ্জ, সারান, উজিয়ারপুর, বেগুসরাই, নওয়াদা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আররাহ, বক্সার ও সাসারাম ।

জেডিইউ সীতামাড়ি, ঝাঁঝাড়পুর, সুপল, কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, মাধেপুরা, গোপালগঞ্জ, সিওয়ান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, নালন্দা, জেহানাবাদ, শিবহার আসন থেকে নির্বাচনে লড়বে । চিরাগ পাসোয়ানের এলজেপিআর বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগরিয়া ও জামুইতে প্রতিদ্বন্দ্বিতা করবে । হিন্দুস্তানি আওয়াম মোর্চা গয়া থেকে এবং রাষ্ট্রীয় লোক মোর্চা কারাকাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, মাসখানেক আগেই বিহারে রাজনৈতিক পালাবদল হয়েছে ৷ নীতীশ কুমার মহাজোটের সঙ্গে ছেড়ে আবার এনডিএ-তে ফিরেছেন ৷ ফলে বিহারে এনডিএ-র আসন সমঝোতার সমীকরণ তখনই বদলে যায় ৷ তার পর থেকে এই নিয়ে লড়াই চলছিল এনডিএ-র অন্দরে ৷ অবশেষে সেই লড়াইয়ে পূর্ণচ্ছেদ পড়ল ৷ আর এনডিএ-র শরিকরা আসন সমঝোতা চূড়ান্ত করল ৷

2019 সালে বিহারে এনডিএ 39টি আসনে জিতেছিল ৷ তখনও জেডিইউ এনডিএ-র অংশ ছিল ৷ রামবিলাস পাসায়োন তখন বেঁচে৷ ভাঙেনি এলজেপি ৷ সেই সময় ওই তিন দল একসঙ্গে ছিল ৷ ওই ভোটে কংগ্রেস কিষাণগঞ্জ আসন থেকে জিতেছিল ৷ আরজেডি কোনও আসনে জেতেনি ৷ এবার কি হয় সেটাই দেখার !

আরও পড়ুন:

  1. আমি কোথাও যাচ্ছি না, আপনার সঙ্গে চিরকাল আছি; মোদিকে আশ্বাস নীতীশের
  2. পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, তামিলনাড়ুতে বিজেপির হয়ে লোকসভায় লড়ার সম্ভাবনা
  3. 'মানুষ জগনমোহনের শাসনে অতিষ্ঠ', অন্ধ্রে জোটের প্রচারে গিয়ে মন্তব্য মোদির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.