ETV Bharat / bharat

'মানুষ জগনমোহনের শাসনে অতিষ্ঠ', অন্ধ্রে জোটের প্রচারে গিয়ে মন্তব্য মোদির

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 8:49 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোটও হবে ৷ আর তাই বিজেপি, টিডিপি ও জনসেনা জোটের প্রচারে স্থানীয় ইস্যুকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপি-র সরকারের শাসনে অন্ধ্রের মানুষ অতিষ্ট বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী ৷

অন্ধ্রপ্রদেশ, 17 মার্চ: তেলেগু দেশম ও জনসেনার সঙ্গে জোটে অন্ধ্রপ্রদেশে লড়াই করছে বিজেপি ৷ যেখানে লড়াইটা শুধু লোকসভার নয়, রয়েছে অন্ধ্রপ্রদেশ বিধানসভার লড়াইও ৷ তাই রবিবার অন্ধ্রর চিলাকালুরিপেটা বিধানসভা কেন্দ্রে জোটের প্রচারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিশানায় ছিল ওয়াইএসআর কংগ্রেসের সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ৷ যেখানে প্রধানমন্ত্রী জগনমোহনের গত 5 বছরের শাসনকালকে 'হতাশাজনক' বলে মন্তব্য করলেন ৷

10 বছর পর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কোনও রাজনৈতিক মঞ্চে এদিন উপস্থিত ছিলেন মোদি ৷ উল্লেখ্য, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে টিডিপি-র জোট সঙ্গী ছিল কংগ্রেস ৷ যেখানে মুখ থুবড়ে পড়তে হয়েছিল পূর্বতন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুর দলকে ৷ এদিন প্রচারে মোদির মুখে আঞ্চলিক উন্নয়নের প্রসঙ্গ উঠে আসে ৷ তিনি বলেন, "অন্ধ্রপ্রদেশে আমাদের সরকার (কেন্দ্রের বিজেপি সরকার) 10 লক্ষ বাড়ি দিয়েছে ৷ আমাদের সরকার গরিব মানুষের কথা ভেবেছে ৷ এনডিএ সবসময় আঞ্চলিক উন্নয়নের উপর জোর দিয়ে এসেছে ৷ যা সবসময় অন্ধ্রপ্রদেশের মানুষের জন্য উপকারী প্রমাণিত হয়েছে ৷"

মোদির কথায়, "অন্ধ্রের মানুষ ওয়াইএসআরসিপি সরকারের 5 বছরের শাসনকালে হতাশ হয়েছেন ৷ তাই ভোটাররা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, তারা আবারও অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকারকে ফিরিয়ে আনবেন ৷" এদিনের জনসভা থেকে মোদির নিশানায় ছিল কংগ্রেসও ৷ তিনি বলেন, "কংগ্রেস সবসময় অন্ধ্রপ্রদেশ ও তেলেগুদের অপমান করেছে ৷ জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসিপি সেই একই কাজ করছে ৷ ওদের সঙ্গে কংগ্রেসের কোনও ফারাক নেই ৷"

অন্যদিকে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মোদি এদিন ফের একবার 'আব কি বার 400 পার' স্লোগানও তোলেন ৷ তিনি দাবি করেন, এবার এনডিএ জোট চারশোর বেশি আসন পেয়ে ফের দিল্লির মসনদে যাবে ৷ তার কারণ হিসেবে প্রধানমন্ত্রীর দাবি, এই 10 বছরের শাসনকালে এনডিএ দেশের 25 কোটি মানুষকে দারিদ্র্যতা থেকে বের করে আনতে সক্ষম হয়েছে ৷ আগামিদিনে এনডিএ সরকারের লক্ষ্য হবে এর থেকেও বেশি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনা ৷

আরও পড়ুন:

  1. সিকিম-অরুণাচলে এগিয়ে এল বিধানসভার ভোটগণনার দিন, বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের
  2. নির্বাচনী বন্ড: বিজেপি পেয়েছে প্রায় 7 হাজার কোটি, দলগুলির দেওয়া খামবন্দি তথ্যও প্রকাশ কমিশনের
  3. লোকসভা ভোটের মুখে ফের এক মঞ্চে ইন্ডিয়া জোটের শরিকরা, থাকছে না বাম-তৃণমূল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.