ETV Bharat / bharat

পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের, তামিলনাড়ুতে বিজেপির হয়ে লোকসভায় লড়ার সম্ভাবনা

Telangana Governor Resigns: তেলেঙ্গানার রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজন পদত্যাগ করলেন ৷ তামিলনাড়ুতে বিজেপির হয়ে তিনি ভোটে লড়তে পারেন বলে জানা যাচ্ছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 1:10 PM IST

Updated : Mar 18, 2024, 3:10 PM IST

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 18 মার্চ: তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে সোমবার ইস্তফা দিয়েছেন তামিলিসাই সৌন্দররাজন । তিনি বিজেপির টিকিট নিয়ে তামিলনাড়ু থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ।

রাজভবন থেকে একটি বিবৃতিতে কেলেঙ্গানার রাজ্যপালের পদত্যাগের কথা জানানো হয় ৷ বিবৃতিতে আজ বলা হয়েছে যে, "তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন পদত্যাগ করেছেন । পদত্যাগপত্রটি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া হয়েছে ৷"

সূত্র জানিয়েছে যে, তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দররাজন 2019 সালের লোকসভা ভোটের মতো কানিমোঝির বিরুদ্ধে তুতিকোরিন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন 2024 সালের লোকসভা নির্বাচনে । রাজভবনও এক বিবৃতিতে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে । সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

62 বছরের সৌন্দররাজন 2019 সালের নভেম্বর মাসে তৎকালীন নবগঠিত রাজ্য তেলেঙ্গানার দ্বিতীয় রাজ্যপাল হিসাবে কার্যভার গ্রহণ করেন । তাঁকে 2021 সালের ফেব্রুয়ারিতে পুদুচেরির লেফটেন্যান্ট-গভর্নরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ।

যদিও একজন রাজ্যপালের পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এই ঘটনা খুবই বিরল হলেও এমন নজির আগেও রয়েছে । 2019 সালে মিজোরামের রাজ্যপাল কুম্মানম রাজশেখরনও সৌন্দররাজনের মতো পদত্যাগ করেছিলেন। শশী থারুরের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে বিজেপি তাঁকে টিকিট দিয়েছিল ।

অষ্টাদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ মোট 7 দফায় হবে নির্বাচন ৷ ভোট গণনা 4 জুন। প্রথম দফার ভোট 19 এপ্রিল। দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল। তৃতীয় দফার ভোট 7 মে । চতুর্থ দফার ভোট 13 মে। পঞ্চম দফার ভোট 20 মে। ষষ্ঠ দফার ভোট 25 মে । সপ্তম দফার ভোট 1 জুন । ভোটগণনা হবে 4 জুন।

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  2. নয়া উদ্যোগ! লোকসভা ভোটের সময় টোটো নিয়ে রাস্তায় ঘুরবেন রাজ্যপাল
  3. ইভিএমের সাহায্য ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবন না মোদি, তোপ রাহুলের

হায়দরাবাদ, 18 মার্চ: তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে সোমবার ইস্তফা দিয়েছেন তামিলিসাই সৌন্দররাজন । তিনি বিজেপির টিকিট নিয়ে তামিলনাড়ু থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ।

রাজভবন থেকে একটি বিবৃতিতে কেলেঙ্গানার রাজ্যপালের পদত্যাগের কথা জানানো হয় ৷ বিবৃতিতে আজ বলা হয়েছে যে, "তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন পদত্যাগ করেছেন । পদত্যাগপত্রটি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া হয়েছে ৷"

সূত্র জানিয়েছে যে, তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দররাজন 2019 সালের লোকসভা ভোটের মতো কানিমোঝির বিরুদ্ধে তুতিকোরিন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন 2024 সালের লোকসভা নির্বাচনে । রাজভবনও এক বিবৃতিতে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে । সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

62 বছরের সৌন্দররাজন 2019 সালের নভেম্বর মাসে তৎকালীন নবগঠিত রাজ্য তেলেঙ্গানার দ্বিতীয় রাজ্যপাল হিসাবে কার্যভার গ্রহণ করেন । তাঁকে 2021 সালের ফেব্রুয়ারিতে পুদুচেরির লেফটেন্যান্ট-গভর্নরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ।

যদিও একজন রাজ্যপালের পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এই ঘটনা খুবই বিরল হলেও এমন নজির আগেও রয়েছে । 2019 সালে মিজোরামের রাজ্যপাল কুম্মানম রাজশেখরনও সৌন্দররাজনের মতো পদত্যাগ করেছিলেন। শশী থারুরের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে বিজেপি তাঁকে টিকিট দিয়েছিল ।

অষ্টাদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ মোট 7 দফায় হবে নির্বাচন ৷ ভোট গণনা 4 জুন। প্রথম দফার ভোট 19 এপ্রিল। দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল। তৃতীয় দফার ভোট 7 মে । চতুর্থ দফার ভোট 13 মে। পঞ্চম দফার ভোট 20 মে। ষষ্ঠ দফার ভোট 25 মে । সপ্তম দফার ভোট 1 জুন । ভোটগণনা হবে 4 জুন।

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  2. নয়া উদ্যোগ! লোকসভা ভোটের সময় টোটো নিয়ে রাস্তায় ঘুরবেন রাজ্যপাল
  3. ইভিএমের সাহায্য ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবন না মোদি, তোপ রাহুলের
Last Updated : Mar 18, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.