ETV Bharat / politics

'সন্দেশখালি ষড়যন্ত্রের বেলুনে আলপিন ফুটে গিয়েছে', কটাক্ষ অভিষেকের - Lok Sabha Election 2024

Abhishek Banerjee: সন্দেশখালি ও চাকরি খাওয়ার ষড়যন্ত্রের বেলুনে আলপিন ফুটে গিয়েছে বলে ভার্চুয়াল বার্তায় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 7:33 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব)

রামপুরহাট, 9 মে: "সন্দেশখালি ও চাকরি খাওয়ার ষড়যন্ত্রের বেলুনে আলপিন ফুটে গিয়েছে ৷" এই ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ খারাপ আবহাওয়ার কারণে বীরভূমের রামপুরহাটের জনসভায় আসতে পারেননি তিনি ৷ তবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। বিজেপি প্রার্থী প্রচারে গেলে সন্দেশখালির ঘটনা ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন করার নিদানও দিলেন অভিষেক ৷

13 মে চতুর্থ দফায় নির্বাচন বীরভূম লোকসভা কেন্দ্রে ৷ অনুব্রতহীন বীরভূমে গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এদিন রামপুরহাটে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয় ৷ তবে কলকাতায় ভারি বৃষ্টির কারণে হেলিকপ্টার উড়তে পারেনি। তাই শেষ মূহুর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বাতিল হয়ে যায় সভা ৷

ভার্চুয়ালি বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, সেই সময় বীরভূমেও বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় একপ্রকার ফাঁকা মাঠেই ভার্চুয়ালি বক্তব্য রাখতে হয় তাঁকে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "সন্দেশখালির বেলুনে আলপিন ফুটে গিয়েছে। সন্দেশখালি নিয়ে যাঁরা গলা ফাটাচ্ছিলেন, মিথ্যা খবর তৈরি করছিলেন তাঁদের মিথ্যা ফাঁস হয়ে গিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, কোনও রকম নির্যাতন হয়নি ৷"

একই সঙ্গে, অভিষেক দাবি করেন, "এমনকী, বিজেপির বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, যাঁর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, সেই রেখা পাত্র বলছেন, সন্দেশখালি থেকে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত নন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে বিজেপি।"

এদিন তিনি আরও বলেন, "মানুষের চাকরি খাওয়ার ষড়যন্ত্রের বেলুনে আলপিন ফুটিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট। ভালো লোকেরা বিজেপি করে না।" বিজেপি প্রার্থী প্রচারে গেলে সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো ও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার চক্রান্ত নিয়ে প্রশ্ন করারও এদিন নিদান দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের

রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির মুখেরা বাদ কেন ? প্রশ্ন রেখার; শমীক বললেন, প্রার্থী নতুন

অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব)

রামপুরহাট, 9 মে: "সন্দেশখালি ও চাকরি খাওয়ার ষড়যন্ত্রের বেলুনে আলপিন ফুটে গিয়েছে ৷" এই ভাষাতেই কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ খারাপ আবহাওয়ার কারণে বীরভূমের রামপুরহাটের জনসভায় আসতে পারেননি তিনি ৷ তবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। বিজেপি প্রার্থী প্রচারে গেলে সন্দেশখালির ঘটনা ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন করার নিদানও দিলেন অভিষেক ৷

13 মে চতুর্থ দফায় নির্বাচন বীরভূম লোকসভা কেন্দ্রে ৷ অনুব্রতহীন বীরভূমে গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এদিন রামপুরহাটে এই লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয় ৷ তবে কলকাতায় ভারি বৃষ্টির কারণে হেলিকপ্টার উড়তে পারেনি। তাই শেষ মূহুর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বাতিল হয়ে যায় সভা ৷

ভার্চুয়ালি বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে, সেই সময় বীরভূমেও বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় একপ্রকার ফাঁকা মাঠেই ভার্চুয়ালি বক্তব্য রাখতে হয় তাঁকে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "সন্দেশখালির বেলুনে আলপিন ফুটে গিয়েছে। সন্দেশখালি নিয়ে যাঁরা গলা ফাটাচ্ছিলেন, মিথ্যা খবর তৈরি করছিলেন তাঁদের মিথ্যা ফাঁস হয়ে গিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, কোনও রকম নির্যাতন হয়নি ৷"

একই সঙ্গে, অভিষেক দাবি করেন, "এমনকী, বিজেপির বসিরহাটের প্রার্থী রেখা পাত্র, যাঁর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, সেই রেখা পাত্র বলছেন, সন্দেশখালি থেকে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত নন। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে বিজেপি।"

এদিন তিনি আরও বলেন, "মানুষের চাকরি খাওয়ার ষড়যন্ত্রের বেলুনে আলপিন ফুটিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট। ভালো লোকেরা বিজেপি করে না।" বিজেপি প্রার্থী প্রচারে গেলে সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো ও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার চক্রান্ত নিয়ে প্রশ্ন করারও এদিন নিদান দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের

রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির মুখেরা বাদ কেন ? প্রশ্ন রেখার; শমীক বললেন, প্রার্থী নতুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.