ETV Bharat / health

ত্বকের তারুন্য বজায় রাখতে চান ? পাতে রাখতে পারেন ডার্ক চকলেট-দই

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 6:53 PM IST

Anti Aging Food: মানুষ সুন্দর দেখাতে অনেক রকমের ব্যবস্থা করে থাকে । সৌন্দর্য এবং ত্বকের যত্ন পণ্য ব্যবহার করে। তবে তা সত্ত্বেও বার্ধক্যের লক্ষণগুলি অনেক সময়ই আমাদের সৌন্দর্য কমিয়ে দেয় । এমন পরিস্থিতিতে আপনি যদি বার্ধক্যেও তরুণ থাকতে চান তাহলে এই খাবারগুলি ডায়েটে যোগ করতে পারেন ৷

Anti Aging Food News
ত্বকের তারুন্য বজায় রাখতে চান

হায়দরাবাদ: সুন্দর ও তরুণ ত্বক সবাই চায় । আজকাল ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেই তাঁদের চেহারা এবং সৌন্দর্যের জন্য বিশেষ যত্ন নিয়ে থাকেন । নিজেকে তরুণ ও সুন্দর রাখতে মানুষ অনেক ধরনের সৌন্দর্য ও ত্বকের পণ্য ব্যবহার করে থাকে । তবে নানা কারণে আমাদের ত্বক খারাপ হতে পারে ৷ বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের চেহারা বদলাতে থাকে ৷ ত্বককে সুন্দর রাখতে কিছু খাবার খেতে পারেন ৷ এগুলি ত্বককে গ্লোয়িং করতে সাহায্য় করবে ও ত্বককে ভিতর থেকে সুন্দর করতে সাহায্য় করে (Anti Aging Food for Glowing Skin) ৷ এগুলির ব্যবহারে আপনাকে কমবয়সি দেখাবে ৷

ডার্ক চকলেট: অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ ডার্ক চকলেট রক্তের প্রবাহকে উন্নত করে ৷ যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ও ত্বকের রুক্ষতাও কমায় ।

দই: দইতে উপস্থিত প্রোবায়োটিকগুলি স্বাস্থ্যকর অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে ৷ আপনার ত্বককে পরিষ্কার এবং স্বাস্থ্যকর করে তোলে ।

চর্বিযুক্ত মাছ: স্যামন ইত্যাদি ফ্যাটি মাছে উপস্থিত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে ৷ বলিরেখা প্রতিরোধ করে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ।

টমেটো: লাইকোপেন সমৃদ্ধ টমেটো ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে । এছাড়া এটি মুখের বলিরেখা কমায় এবং ত্বকের কোমলতা বজায় রাখে ।

বাদাম: ত্বককে তরুণ ও সুন্দর রাখতেও বাদাম খুবই সহায়ক প্রমাণিত হবে । ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, বাদাম কোলাজেন উত্পাদনে সাহায্য করে ৷ ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে ৷

হলুদ: এর ঔষধি গুণের কারণে অনেক সমস্যার চিকিৎসায় হলুদ ব্যবহার করা হয় । স্বাস্থ্যের পাশাপাশি এটি ত্বকের জন্যও খুবই উপকারী । এতে উপস্থিত কারকিউমিনে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট প্রভাব যা ত্বককে তরুণ ও সুন্দর করে তুলতে ভূমিকা রাখে ।

বেরি: অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ বেরি ফ্রি র‌্যাডিক্যালের সহ্গে লড়াই করে ৷ যা ত্বকের বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এবং ত্বককে তারুণ্য দেখায় ।

শাকসবজি: আপনি যদি তরুণ এবং সুন্দর দেখতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্যতালিকায় শাকসবজি অন্তর্ভুক্ত করুন । এতে উপস্থিত প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং অ্যান্টি-অক্সিডেন্ট আপনার ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে ।

আরও পড়ুন:

  1. অনিয়মিত পিরিয়ডসের সমস্যায় ভুগছেন ? মেনে চলতে পারেন এই ঘরোয়া প্রতিকার
  2. ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্য়বহার করতে পারেন বিটের মাস্ক, রইল বিস্তারিত
  3. মুখের দাগ নিয়ে সমস্যায় ভুগছেন ? মেনে চলতে পারেন এই ঘরোয়া পদ্ধতি

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.