ETV Bharat / health

ইনডাকশনের তেলচিটেভাব দূর করতে কী করবেন ? জেনে নিন সহজ উপায় - Induction Clean

Induction cleaning Tips: গ্যাসের ঝামেলার কারণে অনেকেই এখন রান্নাবান্নার জন্য বেছে নিচ্ছেন ইনডাকশন কুকার । এই ইলেকট্রনিক পণ্যটিকে ব্যবহার করার পরিস্কারের কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন ৷ জেনে নিন এটি পরিস্কারের কিছু টিপস ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 9:34 PM IST

Induction cleaning Tips News
ইনডাকশনের তেলচিটেভাব দূর করতে কী করবেন

হায়দরাবাদ: আজকাল গৃহস্থের কাজে ইনডাকশন বেশ জায়গা করে নিয়েছে ৷ যদিও বিদেশেই এর চল বেশি ৷ তবে আজকাল দেশের এর ব্যবহার অনেক ৷ হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে চটজলদি রান্নাতে ভীষণ সুবিধা দেয় ৷ যারা মেসে থাকেন তাদের জন্য ইনডাকশন খুবই কাজের ৷ এটি বহণ করাও তেমনি সুবিধাজনক ৷ অনেকের অভিযোগ, ইনডাকশন তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ৷ তবে এর ব্যবহারের পদ্ধতি জানলে আয়ু বাড়বে ৷ সবথেকে জরুরি, এই ইনডাকশন ভালোভাবে পরিস্কার করা ৷ রান্না করতে করতে এতে অনেক তেলচিটে ভাব থাকে ৷ জেনে নিন এই ইনডাকশন পরিস্কারের কিছু টিপস সম্পর্কে (Know about these induction cleaning tips) ৷

প্রতিদিন রান্নার পর শুকনো কাপড় দিয়ে ইনডাকশন মুছে নেওয়া প্রয়োজন । এর পর ভিনিগার এবং জল একসঙ্গে মিশিয়ে নিন একটি পাত্রে । কাপড়টি ওই মিশ্রণে ভিজিয়ে হালকা করে পুরোটা মুছে শুকনো কাপড় দিয়ে পরিস্কার করে নিন ৷

এছাড়াও সবসময় মাথায় রাখা প্রয়োজন যে রন্নার পর সুইচ বন্ধ করে ঠান্ডা হলেই তবেই পরিস্কার করা প্রয়োজন ৷ গরম রান্না করার পর সঙ্গে সঙ্গে জল লাগলে খারাপ হয়ে যায় ৷

এটি পরিস্কার করার আরেকটি সহজ উপায় হল হালকা গরম জলের মধ্যে বেকিং সোডা মিশিয়ে মিশিয়ে সেই জল দিয়ে মুছে পরিস্কার করতে পারেন ৷

এছাড়াও আপনি লিকুইড বাসন মাজার সাবান দিয়ে পরিস্কার করে নিলেও তেলচিটেভাব চলে যায় ৷ তবে খেয়াল রাখা প্রয়োজন ভিতর যেন না ঢুকে যায় ৷ রান্না করতে গিয়ে কুকটপে কিছু পড়লে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে তা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া দরকার । পরিষ্কারের আগে এবং রান্নার আগে দেখে নেবেন তা যেন ঠান্ডা থাকে । গরম বাসন ইনডাকশন ওভেনে বসানো উচিত নয় ।

আরও পড়ুন:

  1. মটন খেতে পছন্দ করেন ? এই গরমে কীভাবে খাবেন জানালেন পুষ্টিবিদ
  2. গরমে রোজকার ব্যবহারের সুতির পোশাক কীভাবে যত্ন রাখবেন, মেনে চলতে পারেন এই টিপস
  3. রাত জেগে মোবাইল দেখছেন ? ডেকে আনতে পারে বড় বিপদ

হায়দরাবাদ: আজকাল গৃহস্থের কাজে ইনডাকশন বেশ জায়গা করে নিয়েছে ৷ যদিও বিদেশেই এর চল বেশি ৷ তবে আজকাল দেশের এর ব্যবহার অনেক ৷ হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে চটজলদি রান্নাতে ভীষণ সুবিধা দেয় ৷ যারা মেসে থাকেন তাদের জন্য ইনডাকশন খুবই কাজের ৷ এটি বহণ করাও তেমনি সুবিধাজনক ৷ অনেকের অভিযোগ, ইনডাকশন তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ৷ তবে এর ব্যবহারের পদ্ধতি জানলে আয়ু বাড়বে ৷ সবথেকে জরুরি, এই ইনডাকশন ভালোভাবে পরিস্কার করা ৷ রান্না করতে করতে এতে অনেক তেলচিটে ভাব থাকে ৷ জেনে নিন এই ইনডাকশন পরিস্কারের কিছু টিপস সম্পর্কে (Know about these induction cleaning tips) ৷

প্রতিদিন রান্নার পর শুকনো কাপড় দিয়ে ইনডাকশন মুছে নেওয়া প্রয়োজন । এর পর ভিনিগার এবং জল একসঙ্গে মিশিয়ে নিন একটি পাত্রে । কাপড়টি ওই মিশ্রণে ভিজিয়ে হালকা করে পুরোটা মুছে শুকনো কাপড় দিয়ে পরিস্কার করে নিন ৷

এছাড়াও সবসময় মাথায় রাখা প্রয়োজন যে রন্নার পর সুইচ বন্ধ করে ঠান্ডা হলেই তবেই পরিস্কার করা প্রয়োজন ৷ গরম রান্না করার পর সঙ্গে সঙ্গে জল লাগলে খারাপ হয়ে যায় ৷

এটি পরিস্কার করার আরেকটি সহজ উপায় হল হালকা গরম জলের মধ্যে বেকিং সোডা মিশিয়ে মিশিয়ে সেই জল দিয়ে মুছে পরিস্কার করতে পারেন ৷

এছাড়াও আপনি লিকুইড বাসন মাজার সাবান দিয়ে পরিস্কার করে নিলেও তেলচিটেভাব চলে যায় ৷ তবে খেয়াল রাখা প্রয়োজন ভিতর যেন না ঢুকে যায় ৷ রান্না করতে গিয়ে কুকটপে কিছু পড়লে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে তা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া দরকার । পরিষ্কারের আগে এবং রান্নার আগে দেখে নেবেন তা যেন ঠান্ডা থাকে । গরম বাসন ইনডাকশন ওভেনে বসানো উচিত নয় ।

আরও পড়ুন:

  1. মটন খেতে পছন্দ করেন ? এই গরমে কীভাবে খাবেন জানালেন পুষ্টিবিদ
  2. গরমে রোজকার ব্যবহারের সুতির পোশাক কীভাবে যত্ন রাখবেন, মেনে চলতে পারেন এই টিপস
  3. রাত জেগে মোবাইল দেখছেন ? ডেকে আনতে পারে বড় বিপদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.