ETV Bharat / health

কোন সময়ে হাঁটা শরীরের জন্য উপকারী ? জেনে নিন বিশেষজ্ঞর মতামত

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 8:44 PM IST

Best Time To Walk: দিনের বেশির ভাগ সময় বসে থাকলে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা হতে পারে । এই কারণে হৃদরোগ, ওজন বৃদ্ধি, ডায়াবেটিস এবং জয়েন্টে ব্যথার মতো নানা সমস্যা দেখাও দিতে পারে । তাই হাঁটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । জেনে নিন, কোন সময়ে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী ৷

Best Time To Walk News
কোন সময়ে হাঁটা শরীরের জন্য উপকারী

হায়দরাবাদ: বেশিরভাগ মানুষেরই এখন প্রতিদিন হাঁটার অভ্যাস রয়েছে । প্রতিদিন হাঁটা ভালো অভ্যাস । কিন্তু অনেকেই জানেন না, কোন সময়ে হাঁটলে আরও বেশি স্বাস্থ্য উপকার হয়। এই নিয়ে নানা সংশয় দেখা দেয় । জেনে নিন, কোন সময় হাঁটা স্বাস্থ্যকর হবে ৷

সুস্বাস্থ্যের জন্য হাঁটার সেরা সময়: সহজ স্বাস্থ্য়কর ব্যায়াম হল হাঁটাচলা করা । কিন্তু হাঁটা নিয়ে অনেকের মনেই অনেক সন্দেহ আছে । দিনের কোন সময় হাঁটা সবচেয়ে উপকারী ? সকালে হাঁটা কি ভালো ? সন্ধ্যায় হাঁটা কি উপকারী ? এই সব প্রশ্ন মনে থেকেই যায় । জেনে নিন বিশেষজ্ঞদের মতামত ৷

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন হাঁটার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে । হাঁটলে শরীর ফিট থাকে । আপনাকে সারাদিন সক্রিয় করে তোলে । রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে থাকে । বিশেষ করে হৃদরোগের ঝুঁকি কমে । কিন্তু বিষয় হল দিনের কোন সময়ে হাঁটার সবচেয়ে ভালো সুবিধা পাবেন ? তবে কিছু গবেষণায় দেখা গিয়েছে, বিভিন্ন সময়ে হাঁটার উপকারিতাও আলাদা । সকাল ও সন্ধ্যায় হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । জেনে নিন, এই দুই হাঁটার মধ্যে কোনটি বেশি উপকারী ?

সকালে হাঁটার উপকারিতা (Benefits of morning walk): বেশির ভাগ মানুষই মর্নিং ওয়াক বেশি করে । সকালের হালকা রোদে হাঁটার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে । এর ফলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়া যায় । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করে । তাছাড়া শরীরে মেটাবলিজমের হার বেড়ে যায় । ফলে দ্রুত ক্যালোরি বার্ন হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । এ ছাড়া বলা হয় যে, সকালে হাঁটা ঘুমের চক্রকে উন্নত করে ৷

এটি মানসিক চাপ দূর করে ও মানসিক শান্তি প্রদান করে । এসবের পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সকালের শান্ত ও নির্মল বাতাস স্বাস্থ্যের জন্য খুবই ভালো । এখানে মনে রাখতে হবে শীতকালে মর্নিং ওয়াক করা একটু কঠিন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা বাতাসের কারণে জয়েন্টের ব্যথা বেড়ে যায় । জার্নাল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড হেলথ-এ প্রকাশিত 2014 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে সকালের হাঁটা মেজাজের উন্নতি করে ৷

ইভিনিং ওয়াকের উপকারিতা (Benefits of Evening Walk): সন্ধ্যায় হাঁটার স্বাস্থ্য উপকারিতা কি কি? বিশেষ করে বিশেষজ্ঞরা বলছেন, সন্ধ্যায় হাঁটা সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে পারে । জার্নাল অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনে প্রকাশিত 2010 সালের একটি গবেষণায় দেখা গিয়েছে সন্ধ্যায় হাঁটা চাপ এবং উদ্বেগ কমাতে পারে । একইভাবে বলা হয়, শরীরের পেশিগুলি পর্যাপ্ত বিশ্রাম পায় ৷

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এটি শুধু হজমশক্তিই বাড়ায় না রাতে ভালো ঘুম হতেও সাহায্য় করে । সন্ধ্যায় হাঁটার মূল সমস্যা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দিনের বেলায় নির্গত দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে । একইভাবে, সন্ধ্যায় হাঁটলে ক্লান্তির কারণে খিদে হয় ভালো । তাই পরিশেষে এই সব মাথায় রেখে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে যতটা সম্ভব সন্ধ্যায় হাঁটার চেয়ে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো ।

আরও পড়ুন:

  1. কমবে ওজন, মুক্তি মিলবে কোষ্ঠকাঠিন্য থেকেও; ম্যাজিকের মতো কাজ করে এই ডিটক্স পানীয়
  2. খালি পেটে খেলে পাবেন দ্বিগুন উপকার, তালিকায় রাখুন এই ফলগুলি
  3. কোন উপায়ে দূরে থাকবে কিডনির সমস্যা, পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.