ETV Bharat / entertainment

প্রথম কোনও ভারতীয় ছবির প্রধান চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী, চিনুন বনিতাকে - Love Sex Aur Dhokha 2

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 9:13 PM IST

Bonita Rajpurohit
লাভ সেক্স অফর ধোকা 2

Love Sex Aur Dhokha 2 Lead Actress: প্রথমবার কোনও ভারতীয় ছবিতে ট্রান্সজেন্ডার মহিলাকে দেখা যাবে প্রধান চরিত্রে ৷ দিবাকর বন্দ্যোপাধ্যায়ের 'লাভ সেক্স অফর ধোকা 2' ছবিতে কাজ করছেন বনিতা রাজপুরোহিত ৷

হায়দরাবাদ, 7 এপ্রিল: পর্দায় আসছে 2010 সালের ক্রাইম থ্রিলার ছবি 'লাভ সেক্স অউর ধোকা' ছবির সিক্যুয়েল ৷ দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তির আগেই সামনে এনেছে চমক ৷ ভারতীয় সিনেমায় প্রথম কোনও ট্রান্সজেন্ডার মহিলাকে দেখা যাবে প্রধান চরিত্রে ৷ 2010 সালে মুক্তি পায় 'লাভ সেক্স অউর ধোকা' ৷ ছবির কনসেপ্ট অন্য রকম হওয়ায় তা মন কেড়েছিল দর্শকদের ৷

14 বছর পর আবার সামনে ছবির সিক্যুয়েল ৷ সেখানেই প্রযোজক একতা কাপুর ট্রান্সজেন্ডার মহিলা বনিতা রাজপুরোহিতকে বেছে নেন মুখ্য চরিত্রের জন্য ৷ এখানে বনিতার চরিত্রের নাম কুল্লু ৷ সোশাল হ্যান্ডেলে রবিবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন একতা কাপুর ৷ সেখানে সামনে আনা হয় বনিতার কুল্লু হওয়ার জার্নি ৷

ভিডিয়ো বনিতা বলেন, "রাজস্থান থেকে মুম্বই এসে নিজের স্বপ্নের পিছনে দৌঁড়ানো সহজ ছিল না ৷ মাসে 10-15 হাজার রোজগারে দিন চলত না ৷ সবচেয়ে বড়ে অনুপ্রেরণা ছিল, আমার মতো মেয়েদের অনস্ক্রিন দেখা ৷ আমি কখনও বলিউড ছবিতে প্রধান চরিত্র পাব ভাবিনি ৷"

একতা কাপুর ক্যাপশনে লিখেছেন, "স্বপ্নের শহরে কুল্লু খুঁজে পেয়েছেন তাঁর ডাক ৷ আমাদের কুল্লু, যাকে দেখা যাবে যিনি লাভ সেক্স অউর ধোকা 2-এর প্রধান চরিত্র ৷" বনিতা কীভাবে অডিশন দিয়েছেন, কীভাবে চরিত্রের মধ্যে ঢুকে পড়েছিলেন তাও ভিডিয়োতে দেখা গিয়েছে ৷ এই পর্যন্ত আসার তাঁর লড়াই, তুলে ধরা হয়েছে ছোট্ট ভিডিয়োতে ৷ দিবাকর বন্দ্যোপাধ্যায়ও বনিতার অভিনয়ের প্রশংসা করেছেন ৷

'লাভ সেক্স অউর ধোকা 2' ছবিতে মূলত বর্তমান প্রজন্মের নানা সমস্যাকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ৷ এখনকার জেন জি জেনারেশন সব রকম প্রতিকূলতা ভাঙার পন্থায় বিশ্বাসী ৷ নিজেক সবসময় প্রচারের আলোয় নিয়ে আসার এক তাগিদ অনুভব করেন ৷ সোশাল মিডিয়া একটা অবসেশনে পরিণত হয়েছে ৷ সেই সব কিছুই তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷

চ্যালেঞ্জিং এই ছবিতে প্রথমবার কোনও মহিলা ট্রান্সজেন্ডারকে দেখা যাবে প্রধান চরিত্রে ৷ 19 এপ্রিল মুক্তি পাবে এই ছবি ৷ উল্লেখ্য, হলিউডে অনেক ট্রান্সজেন্ডার অভিনেতা রয়েছেন ৷ তবে ভারতে এই প্রথম কোনও প্রযোজক বড় পদক্ষেপ নিয়েছেন ৷ বনিতার মতো আরও অনেকেই এইভাবে নিজের স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসবেন, আশা করাই যায় ৷

আরও পড়ুন

1. বিলাসী গাড়িতে মুম্বইয়ের রাস্তায় রণবীর-আলিয়া, ভিডিয়ো দেখে মুগ্ধ ভক্তরা

2. প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের

3. কেমন লাগছে শ্রীভল্লিকে? রশ্মিকার জন্মদিনে 'পুষ্পা' টিমের উপহার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.