ETV Bharat / entertainment

প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের - Kalki 2898 AD

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 9:55 PM IST

Etv Bharat
প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'!

Prabhas Kalki 2898 AD Drop On OTT: ভারতীয় সিনেমায় এমন ছবির প্রচার ভাবনা আগে কখনও হয়েছে বলে জানা নেই ৷ 'কালকি' মুক্তির আগে ছবির ঝলক প্রকাশ্যে আসবে ওটিটি-র পর্দায় ৷ বড় চমক ছবির নির্মাতাদারে ৷

হায়দরাবাদ, 5 এপ্রিল: গত বছর বক্সঅফিসে ব্যর্থতার তকমা ঘুচিয়েছেন প্রভাস ৷ পর পর দু'টি সিনেমা ফ্লপ হওয়ার পর 'সালার' সাফল্যের রেকর্ড তৈরি করেছে ৷ এবার মুক্তির অপেক্ষায় অ্যানিমেটেড ছবি 'কালকি 2898 এডি' ৷ তবে তার আগে দর্শকদের চমক দিতে প্রভাসের এই ছবি আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ ভারতীয় সিনেমায় প্রথমবার এভাবে ওটিটির পর্দায় প্রচার ভাবনা ছবির টিমের। শুনে অবাক অনুরাগীরাও ৷ তবে কবে এবং কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'কালকি'-র ঝলক, সাসপেন্স বজায় রেখেছে ছবির টিম ৷

আসলে ছবি ঘোষণার পর থেকেই 'কালকি' নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে ৷ সেই উন্মাদনাকেই আরও একটু বাড়িতে তুলতে অভিনব প্রচারের ব্যবস্থা করেছেন নির্মাতারা ৷ জানানো হয়েছে নাগ অশ্বিন পরিচালিত সাই-ফাই ছবির বেশ কিছু ঝলক এক্সক্লুসিভলি সামনে আসবে ওটিটির পর্দায় ৷ যাতে দর্শকদের মধ্যে ছবি ঘিরে আগ্রহ তৈরি হয় তার জন্যই এই প্রোমোশনাল ইভেন্ট ৷ শুধু তাই নয়, সাইন্স ফিকশন ছবিতে প্রভাসের স্বরে বেশ কিছু দৃশ্য তুলে ধরা হবে ৷ ছবি মুক্তির আগে যাতে দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়ে, তাই এই প্রচার ভাবনা বলে জানা গিয়েছে ৷

ডিজিটাল প্ল্যাটফর্মে এই অ্যানিমেটেড ছবি মুক্তির আগে আনার জন্য যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করেছে বলে জানা গিয়েছে ৷ প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়াতেই এই প্রচেষ্টা ৷ সাইনন্স ফিকশন ছবি 'কালকি' নিয়ে ভারতীয় চলচ্চিত্রে এই প্রচার প্রথম ৷ আন্তর্জাতিক স্তরেও এই ধরনের প্রচার নির্মাতাদের কৌশলকে চিহ্নিত করে ৷ 'কালকি'-র মুক্তির পাওযার কথা ছিল চলতি বছরের 9 মে ৷ তবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় নির্বাচনের কারণে তা সামান্য পিছিয়ে গিয়েছে ৷

তবে ওটিটি-তে ছবির ঝলক সামনে আনার পাশাপাশি টিজার লঞ্চ, গান ও অনান্য প্রমোশনাল ইভেন্ট নিয়ে ইতিমধ্যেই সবরকম পরিকল্পনা হয়ে গিয়েছে ৷ এই ধরনের স্ট্যাটেজি যে শুধু দর্শকদের মধ্যে ছবি ঘিরে আগ্রহ তৈরি করবে তা নয়, গ্লোবালি ভারতীয় চলচ্চিত্র নির্মাতার প্রোমোশন ও গল্প বলার ক্ষেত্রেও অভিনবত্ব এনে তাক লাগাতে তৈরি ৷ মাইথোলজি ও বিজ্ঞানের মিশ্রণে তৈরি হয়েছে 'কালকি' ছবির চিত্রনাট্য ৷ প্রভাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানা ও দীপিকা পাড়ুকোনকে ৷

আরও পড়ুন

1. 'নেহেরু নন, নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী' কেন এমন বললেন কঙ্গনা, দিলেন 'প্রমাণও'

2. কেমন লাগছে শ্রীভল্লিকে? রশ্মিকার জন্মদিনে 'পুষ্পা' টিমের উপহার

3. সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট, মাথায় পনিটেল; কেমন লাগছে পাঠানকে?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.