ETV Bharat / entertainment

179 বার বদলেছে চিত্রনাট্য, 'টুয়েলভথ ফেল' ছবির সংলাপ মনে রাখাই চ্যালেঞ্জ ছিল বিক্রান্তের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 7:00 PM IST

12th Fail Celebrated 100 day: দর্শক দরবারে ও পুরস্কারে মঞ্চে প্রশংসা পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি 'টুয়েলভথ ফেল' ৷ সাফল্যের মতো ছবি তৈরির পিছনের গল্পও রোমাঞ্চকর ৷ সম্প্রতি তেমনই কিছু মজাদার তথ্য প্রকাশ্যে এসেছে।

Etv Bharat
100 দিনের সাফল্য 'টুয়েলভথ ফেল'-এর ঝুলিতে

হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: কোনও সিনেমা প্রেক্ষাগৃহে টানা 50 দিন চললে বক্সঅফিসে যেমন ছাপ ফেলে তেমনই দর্শকদের সেই ছবির প্রতি ভালোবাসা কেমন, তাও আন্দাজ করা যায় ৷ বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'টুয়েলভথ ফেল' তেমনই এক ছবির উদাহরণ, যা প্রেক্ষাগৃহে পার করেছে 100 দিন ৷ 2003 সালের 27 অক্টোবর মুক্তি পেয়েছিল ছবিটি ৷ বিক্রান্ত ম্যাসির অভিনয় দর্শকদের ভাবিয়েছে, কাঁদিয়েছে ৷ বক্সঅফিসেও তার ছাপ পড়েছে ৷ ছবির সাফল্যের পিছনে কেমন ছিল কলাকুশলীদের কঠিন পরিশ্রম, সম্প্রতি প্রকাশ্যে জানালেন পরিচালক ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ইউটিউবে প্রকাশ্যে এসেছে বিক্রান্ত ম্যাসি ও বিধু বিনোদ চোপড়ার এক কথোপকথন ৷ সেখানে উঠে আসে পর্দার পিছনে থাকা অজানা নানা কাহিনী ৷ এখানেই পরিচালক জানান, যখন এই ছবির পরিকল্পনা চলছিল, তখন তাঁর স্ত্রী অনুপমা চোপড়া সন্দেহ প্রকাশ করেছিলেন প্রেক্ষাগৃহে এই ছবি নাও চলতে পারে ৷ এমনকী তিনি নাকি পরামর্শ দিয়েছিলেন, ছবিটি যাতে শুধু ওটিটি-তে মুক্তি পায় ৷ কিন্তু পরিচালক শুনেছেন নিজের মনের কথা ৷ প্রেক্ষাগৃহেই মুক্তি পায় টুয়েলভথ ফেল ৷ তারপর তা ইতিহাস তৈরি করে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপর সামনে আসে ছবির চিত্রনাট্যের প্রসঙ্গ ৷ সেখানে বিক্রান্ত জানান, ছবির শুটিং করার সময় বারবার বদল এসেছে চিত্রনাট্যে ৷ যে সংলাপ শুনে দর্শকরা মুগ্ধ হয়েছে, তা বদলানো হয়েছে একশোবারের বেশি ৷ বিক্রান্ত জানান, দুটো স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল ৷ একটা নোট হিসেবে ছিল পরিচালকের কাছে। আর একটি দেওয়া হয়েছিল তাঁকে। সেটা 179 বার পরিবর্তন করা হয়েছে ৷ মূলত অনুরাগ পাঠকের বই থেকে তুলে আনা হয়েছে আইপিএস অফিসার মনোজ কুমারের জার্নি ৷ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাঁর স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা জোশি ৷

বিক্রান্তকে দেখা যায় মনোজের চরিত্রে ও শ্রদ্ধার চরিত্রে দেখা যায় মেধা শঙ্করকে ৷ 20 কোটি বাজেটের এই ছবি ভারতের বক্সঅফিসে আয় করে 55.63 কোটি টাকা ৷ এখনও সেই ছবি প্রেক্ষাগৃহে ও ওটিটি-তে নিজের ম্যাজিক অব্যাহত রেখে চলেছে ৷

আরও পড়ুন:

1. পিছিয়ে পড়ল গোল্ডেন গ্লোবজয়ী 'ওপেনহাইমার', আইএমডিবি'র রেটিংয়ে পয়লা নম্বরে 'টুয়েলভথ ফেল'

2. বিক্রান্তের 'টুয়েলভথ ফেল' আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে থেকে দেখা যাবে বায়োগ্রাফিক্যাল এই ছবি জেনে নিন

3. 'আপনার মতো হতে চাই', 'টুয়েলভথ ফেল' ছবির রিয়েল হিরোকে কুর্নিশ বিক্রান্তের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.