ETV Bharat / bharat

সোমবার পর্যন্ত বাড়ল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইনের রেজিস্ট্রেশনের সময়

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 7:14 PM IST

NTA Extended JEE Main 2024 Online Registration Date: আগের ঘোষণা অনুযায়ী, গত শনিবারই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইনের এপ্রিল সেশনের জন্য আবেদনের সময়সামী পেরিয়ে গিয়েছিল ৷ কিন্তু, পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর রয়েছে ৷ যাঁরা ওই সময়ে আবেদন করে পারেননি ৷ তাদের কাছে আরও একটি সুযোগ রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 3 মার্চ: ন্যাশনাল টেস্টিং এজেন্সি দেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইনের এপ্রিল সেশনের জন্য আবেদনের সময়সামী বাড়িয়েছে ৷ এর আগে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইনের আবেদনের শেষ তারিখ ছিল 2 মার্চ ৷ তবে, এখন তা বাড়িয়ে 4 মার্চ করা হয়েছে ৷

কোটার শিক্ষাবিদ দেব শর্মা জানিয়েছেন, পরীক্ষার্থীরা 4 মার্চ রাত 10টা 50 মিনিট পর্যন্ত এপ্রিলের সেশনের জন্য আবেদন করতে পারবে ৷ একইভাবে, তাঁরা রাত 11টা 50মিনিট পর্যন্ত আবেদনপত্রের ফি জমা দিতে পারবে পরীক্ষার্থীরা ৷ এর জন্য পরীক্ষার্থীরা ডেবিট-ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই-এর মাধ্যমে অনলাইনে মেইন এন্ট্রান্স পরীক্ষার ফি জমা দিতে পারবে ৷ দেব শর্মা আরও জানিয়েছেন, পরীক্ষার্থীরা 6 ও 7 মার্চ অনলাইন আবেদন কোনও ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে সক্ষম হবে ৷ এর জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সংশোধন উইন্ডোটি খোলা হবে ৷ এনটিএ পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে, যে কোনও অসুবিধার হলে, +91-11-40759000 নম্বরে ফোন করে বা jeemain@nta.ac.in ইমেল এবং www.nta.ac.in বা https://jeemain.nta ওয়েবসাইটে গিয়ে সাহায্য নিতে পারবে ৷

26 মে জেইই অ্যাডভান্সড 2024: উল্লেখ্য, আইআইটি মাদ্রাজ দ্বারা প্রকাশিত জেইই অ্যাডভান্সড 2024-এর সময়সূচী অনুসারে, 21 এপ্রিল থেকে এর নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে । 2024 সালে জেইই মেইন পরীক্ষার ফলাফল 25 এপ্রিল প্রকাশিত হবে। এমন পরিস্থিতিতে, জেইই অ্যাডভান্স 2024-এর অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ বদলের কথা জানিয়েছিলেন শিক্ষাবিদ দেব শর্মা ৷ জেইই অ্যাডভান্স 2024-এর পরীক্ষা 26 মে দু'টি শিফটে হবে ৷

রেজিস্ট্রেশনে রেকর্ড তৈরি হবে: জয়েন্ট এন্ট্রান্সের মূল পরীক্ষায় ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির জানুয়ারি সেশনের পরীক্ষায় 12 লক্ষ 21 হাজার 615 জন পরীক্ষার্থী আবেদন করেছিল । এরমধ্যে 95.8 শতাংশ অর্থাৎ 11 লক্ষ 70 হাজার 036 জন পরীক্ষায় বসেছিল ৷ গত বছর অর্থাৎ, 2023 সালে উভয় সেশনে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল 11 লক্ষ 13 হাজার 325 জন ৷ এই বছর 2024 সালের এপ্রিল সেশনের জন্য নতুন আবেদন করার পর, পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 লাখ হতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ যেখানে জানুয়ারির সেশনে আবেদন করা লক্ষাধিক পরীক্ষার্থী আবার পরীক্ষায় অংশ নেবে ৷ এমতাবস্থায় অন্যান্য প্রার্থীদের আবেদন করা এবং পরীক্ষায় অংশ নেওয়ার সংখ্যাও বাড়বে ৷

আরও পড়ুন:

  1. শনিবারই এপ্রিল সেশনের আবেদনের শেষ তারিখ, অ্যাডভান্সডের সময়সূচী বদলাতে হবে
  2. জেইই মেইন পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন জেনে নিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.