ETV Bharat / bharat

মাতৃ ঋণ শোধ হয় না, উপহার দিতে বাধা কোথায়? জানুন কী দেবেন - Mother Day

author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 7:17 PM IST

Mother's Day 2024: মাতৃ দিবস ৷ এই দিনে মায়েদের ভরিয়ে দিন ভালোবাসায় ৷ আপনার জীবনে মায়ের মূল্য ঠিক কতটা তা প্রকাশ করুন ! হাতে সময় নেই ? তাতে কী ! এই পাঁচটি উপায়ে মায়েদের দিন চমৎকার উপহার ৷

Mother's Day 2024
মাতৃ দিবস (নিজস্ব ছবি)

হায়দরাবাদ, 11 মে: লেখিকার কথায়, 'তুমি আমার প্রথম টিচার, তুমি আমার ভাষা, তোমার তরে পেলাম খুঁজে জীবন পথের দিশা...৷' জীবনের প্রত্যেকটা দিনই মায়েদের ৷ মা ছাড়া সন্তানরা অচল ৷ সকালে ঘুম ভেঙে চোখ খোলা থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত মা আমাদের আশা-ভরসা এবং সম্বল ৷ মায়ের ডাকে দিনের শুরু হয়। মা ডাকেই দিনের শেষ ৷ যদিও রোজই তাঁদের উদযাপন করার দিন। তবুও ব্যস্ত জীবনে হাতে সময় বড্ড কম ৷ কিন্তু তাও একদিন মায়েদের জন্য বিশেষ করে তোলাই যায় ৷

12 মে মাতৃ দিবস ৷ চলুন একটু সময় বের করে মাতৃত্বের প্রতি সম্মান জানাই ৷ তাঁদের দিনটিকে বিশেষ করে তুলি ৷ ভাবছেন কীভাবে মাকে উপহার দেবেন ? রইল পাঁচটা উপায় ৷ মা এই উপহারগুলি দেখলেই খুশিতে ভরে উঠবেন ৷

হাতে তৈরি ফটো অ্যালবাম

স্মৃতি ভীষণ দামী ৷ সবসময় হয়তো সেই স্মৃতিগুলিকে মনের খাতায় ধরে রাখা সম্ভব হয় না ৷ অনেক সময় কাজের মাঝে স্মৃতি হারিয়ে যায় ৷ আরও একবার সেই অমূল্য স্মৃতিকে ঝালিয়ে নিলে কেমন হয় ? এর জন্য দরকার একটি ফটো অ্যালবাম । আপনার মায়ের সঙ্গে কাটানো অমূল্য সময়ের ছবি দিয়ে একটি ফটো অ্যালবাম তৈরি করুন ৷ না না বাইরে থেকে বানিয়ে নেওয়ার সময় হয়তো নেই ৷ তাই ঘরেই ছবি প্রিন্ট করে তৈরি করে ফেলুন ফটো অ্যালবাম ৷ ইন্টারনেটে রয়েছে হাজারও উপায় ৷ স্মার্ট ফোন ঘেটে চট করে বের করে বানিয়ে ফেলুন ফটো অ্যালবাম ৷ তাতে যত্ন করে ভরে রাখুন স্মৃতিগুলি ৷ তারপরে মাকে উপহার হিসাবে দিন ৷ নস্টালজিয়ায় ভাসবেন তিনিও ৷

হাতে লেখা চিঠি

এখন মোবাইলের যুগ ৷ মেসেজ পাঠালেই মুহূর্তে পৌঁছে যায় অপর প্রান্তে থাকা মানুষের কাছে ৷ তবে ডিজিটাল যুগেও চিঠির বিকল্প নেই ৷ আপনার ব্যস্ত জীবন থেকে কিছু মুহূর্ত বের করে তাই ঝটপট মাকে একটি চিঠি লিখে ফেলুন ৷ তাতে থাকতে পারে কবিতাও ৷ যদি কবিতা নাও আসে তবুও মায়ের প্রতি আপনার ভালবাসা প্রকাশ করে লিখে ফেলুন মনের কথাগুলো । আপনি কেন আপনার মাকে ভালোবাসেন সেই স্মৃতি, গল্প এবং কারণগুলি সম্পর্কে লিখুন । আপনার অনুভূতি এবং চিন্তাভাবনাগুলিকে শব্দের মাধ্যমে তুলে ধরুন । মা যদি দুরে থাকেন প্রযুক্তির ব্যবহার করে মোবাইলে পাঠিয়ে দিন চিঠি ৷ আর সামনে থাকলে তো কথাই নেই ৷ প্রথমে হাতে লিখে ফেলুন দু'লাইন ৷ এরপর চুপিসারে বইয়ের ফাঁকে বা শাড়ির ভাঁজে রেখে দিন ৷ দেখবেন চিঠি দেখেই মায়ের দুচোখের কোণ জলে ভিজে যাবে ৷ আপনার ভালোবাসার ছোঁয়া পাবেন তিনি ৷

ডিজিটাল গিফ্ট কার্ড

যদি মনে হয় চিঠি তো পুরনো মাকে নতুন কিছু উপায়ে চমকে দেওয়া যাক ৷ তাহলে আপনার হাতিয়ার হতে পারে ডিজিটাল গিফ্ট কার্ড ৷ এখন মায়েরাও ডিজিটাল ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়ছেন ৷ তাই মায়েদের প্রিয় দোকান যেখান থেকে তাঁরা কেনাকাটা করতে যেতে চান, প্রিয় রেস্তরাঁ অথবা অনলাইনে কোন শপিং প্ল্যাটফর্মে একটি ডিজিটাল গিফ্ট কার্ড কিনে পাঠিয়ে দিন ৷ অবশ্যই তাতে মায়ের প্রতি ভালোবাসা ও দিনটি উল্লেখ করতে ভুলবেন না ৷

মুভি নাইট

মায়ের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন সিনেমা হল ৷ সত্যিকারের নয়, আপনি ও মা একসঙ্গে বসে ভালো কোনও সিনেমা দেখতে পারেন ৷ অথবা পরিবারের বাকি লোকদের ডেকে সকলে মিলে সিনেমা উপভোগ করুন ৷ শুধু সিনেমা নয়, সঙ্গে স্ন্যাকস ও পপকর্ন নিতে ভুলবেন না যেন ৷ ফোন করে আত্মীয়দের ডেকে নিয়ে সারপ্রাইজ দিন মাকে ৷ তাঁর দিন, ফলে সিনেমা অবশ্যই বাছতে দিন মাকেই ৷ মায়েদের পছন্দের ছবি উপভোগ করুক সকলে মিলে ৷ সঙ্গে গল্পগুজবে জমো উঠুক সন্ধেটা ৷

ঘরে তৈরি খাবার

বাইরে রোদ অথবা ঝমঝমিয়ে বৃষ্টি ৷ অনেক মায়েরাই খুব একটা বাইরে যেতে পছন্দ করেন না ৷ আবার অনেকের বাইরের খাবার দেখলেই নাক শিটকোয় ৷ তাই হাত পুড়িয়ে আজ ভালো কিছু রান্না করে ফেলুনই মায়ের জন্য ৷ সে হতে পারে মায়ের পছন্দের কোনও মিষ্টি যেমন ব্রাউনিজ, কাপকেক বা কুকিজ কিংবা অন্য কোনও পদ ৷ দেখবেন মা চমকে যাবেন ৷ যদিও সেভাবে রান্না নাও পারেন মায়ের সঙ্গে রান্নাঘরে কিছুটা সময় কাটান এবং আনন্দ ও মনের কথা ভাগ করে নিন । দেখবেন আপনি হাতে তৈরি করে যাই খাওয়াবেন তাতেই মা খুশি হবেন ৷

মায়েদের দিনটিকে আরও স্পেশাল তোলার জন্য ফ্রস্টিং, স্প্রিঙ্কলস বা অন্যান্য টপিং দিয়ে সাজাতে পারেন বাড়িঘর । এরপর ভালোবাসার সঙ্গে তাঁদের কাছে নিজের রান্নাকরা খাবার পরিবেশন করুন । এছাড়াও বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ৷ কারণ আপনার মা সবসময়ই পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করবেনই ।

আরও পড়ুন:

  1. মাতৃ দিবসে 'মা পুজো', অভিনব উদ্যোগ জলপাইগুড়ির স্কুলের
  2. তুঝে সব হ্যায় পতা...
  3. চুটিয়ে করছেন মাতৃত্বযাপন, প্রথমবার মাতৃদিবস সেলিব্রেট করছেন যে সকল বলি তারকারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.