ETV Bharat / entertainment

Mother's Day special: চুটিয়ে করছেন মাতৃত্বযাপন, প্রথমবার মাতৃদিবস সেলিব্রেট করছেন যে সকল বলি তারকারা

author img

By

Published : May 14, 2023, 5:08 PM IST

প্রথমবার মা হওয়ার জার্নি রয়েছেন কোন কোন বলি তারকারা, মাতৃ্ত্ব দিবসে ফিরে দেখা যাক একবার ৷

Mother's Day special
বলিউড তারকাদের প্রথম মাতৃত্বযাপন

মুম্বই, 14 মে: মাতৃদিবস কোনও একদিন নয়, বরং প্রতিদিন ৷ তবু 14 মে বিশ্বজুড়ে বিশেষভাবে পালন করা হয় এই দিনটি ৷ মায়েদের আত্মত্যাগকে আরও একবার মনে করিয়ে দেওয়া, তাঁদের ভালোবাসার আদুরে আঁচল আরও একবার গালে মেখে নেওয়ার দিন আজ ৷ আরও একবার তাঁকে জানানোর দিন, তাঁকে ছাড়া সন্তানরা কতটা অচল ৷ বলিউডেও সম্প্রতি বা সাম্প্রতিক অতীতে মাতৃত্বের স্বাদ পেয়েছেন অনেক তারকাই ৷ কেরিয়ার সামলে দিব্য সন্তান পালনে এগিয়ে চলেছেন সেইসব বলি-মায়েরা ৷ মাতৃদিবস উদযাপনের দিকে একবার দেখে নেওয়া যাক, প্রথমবার মা হওয়ার এই জার্নি উপভোগ করছেন কোন কোন বলি তারকা ৷

1. গহর খান - 'বিগ বস সেভেন' উইনার গহর খান বি-টাউনের নতুন মা ৷ 10 মে গহর ও তাঁর স্বামী জইদ দরবার প্রথম সন্তানসুখ উপভোগ করছেন ৷ তাঁদের কোল আলো করে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান ৷ সন্তান জন্মগ্রহণের পরেই সোশাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করেছিলেন এই বলিউড অভিনেত্রী ৷

Mother's Day special
গহর খান-জইদ দরবার

2. বিপাশা বাসু - বিপাসা বাসু ও করণ সিং গ্রভার স্বাগত জানিয়েছেন তাঁদের প্রথম কন্যা সন্তান দেবীকে ৷ ছয় বছরের বিবাহিত জীবন পার করে গত বছর 12 নভেম্বর দেবী এসেছেন বিপাশা-করণের জীবনে৷ সোশাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছিলেন বিপাশা ৷

Mother's Day special
বিপাসা বাসু ও করণ সিং গ্রভার

3. সোনম কাপুর- 2022-র মার্চ মাসে মা হওয়ার খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আনন্দ আহুজা ও সোনম কাপুর আহুজা ৷ 20 অগস্ট সোনম ও আনন্দ স্বাগত জানান তাঁদের প্রথম সন্তান বাহু কাপুর আহুজাকে ৷ ছেলের বেশ কয়েকটি ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন 'নীরজা' অভিনেত্রী ৷

Mother's Day special
আনন্দ আহুজা ও সোনম কাপুর আহুজা

4. কাজল আগরওয়াল- প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়ালও ৷ গত বছরের 19 এপ্রিল জন্ম হয় কাজল-গৌতমের পুত্র নীল ৷

Mother's Day special
কাজল আগরওয়াল-গৌতম

5. আলিয়া ভাট- গত বছর নভেম্বরে পৃথিবীর আলো দেখেছেন রাহা ৷ আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রথম সন্তান ৷ ফলে সেই অর্থে প্রথমবার মাতৃত্বদিবস উদযাপন করেছেন আলিয়া ভাট ৷ মেয়ের মুখ এখন প্রকাশ্যে না-আনলেও মেয়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি মাঝেমধ্যেই শেয়ার করেছেন নতুন মা আলিয়া ভাট ৷

Mother's Day special
আলিয়া ভাট ও রণবীর কাপুর

আরও পড়ুন: মাতৃদিবস যাপন বলিউডের 'মা' সংলাপের মধ্য দিয়েই, যার প্রভাব রয়েছে রিল থেকে রিয়েলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.