ETV Bharat / entertainment

Mother's Day 2023: মাতৃদিবস যাপন বলিউডের 'মা' সংলাপের মধ্য দিয়েই, যার প্রভাব রয়েছে রিল থেকে রিয়েলে

author img

By

Published : May 14, 2023, 8:00 AM IST

সন্তানের প্রতি মায়েদের ভালোবাসা, শাসন, আদর সবকিছুই পবিত্র ৷ মাতৃদিবসে মাতৃত্ব যাপনে ফিরে দেখা যাক বলিউডে মায়েদের নিয়ে সেরা সংলাপ ৷

Mother's Day 2023
মাতৃদিবস যাপন বলিউড স্টাইলে

মুম্বই, 14 মে: পৃথিবীতে যে কোনও প্রান্তে যদি নিঃশর্ত ও পবিত্র ভালোবাসা কথা বলা হয়ে তাহলে সবার প্রথমে থাকবেন মা ৷ সন্তানের প্রতি মায়ের ভালোবাসা চিরন্তন ৷ সন্তানের জন্য মা পারেন না এমন কোনও কিছু হতেই পারে না ৷ মা যে কোনও সন্তানের কাছে ভগবানস্বরূপ ৷ তাই মাকে ছাড়া একবিন্দু চলে না ছোট থেকে বড় সকলের ৷ মায়ের প্রতি সেই ভালোবাসা ছবির পর্দায় নানা ভাবে ধড়া পড়েছে ৷ রিয়েল জার্নি অনেক সময় অনুভব করা যায় রিলেও ৷ টিনসেল টাউনের ছবিতে এমন কিছু মায়েদের সংলাপ রয়েছে বা মায়েদেরকে উদ্দেশ্য করে এমন কিছু সংলাপ রয়েছে যা আজও জায়গা নিয়ে রয়েছে মনেক মণিকোঠায় ৷

মাতৃদিবসের দিন ফিরে দেখা যাক, সেলুলয়েড মায়েদের বিখ্যাত সংলাপ ৷ রইল তাদের নিয়ে বলা জনপ্রিয় সংলাপগুলিও...

1. 'মেরে পাস মা হ্যায়': প্রয়াত যশ চোপড়ার ছবি 'দিওয়ার' ছবিটার কথা নিশ্চই মনে রয়েছে? শশী কাপুর ও অমিতাভ বচ্চনের সেই বিখ্যাত সংলাপ আজও ঘোরে প্রত্যেকের মুখে মুখে ৷

Mother's Day 2023
ছবির নাম- 'দিওয়ার'

2. 'তু অভি ইতনা ভি আমীর নেহি হ্যায়, কি আপনি মা কো খরিদ সকে': 'দিওয়ার' ছবিতে নিরুপমা রাওয়ের মুখে এই সংলাপ আজ চির সত্য ৷ যা অলটাইম ফেভারিট সকলের ৷ সলিম ও জাভেদ আখতর একের পর এক মনে রাখার মতো সংলাপ দিয়েছেন এই ছবিতে ৷ 1975 সালের এই ছবি শুধু বক্সঅফিসে ঝড় তোলেনি, আলোড়ন ফেলেছিল দর্শকের মনেও ৷

Mother's Day 2023
ছবির নাম- 'দিওয়ার'

3. 'আম্মি জান কহেতি থি কোই থান্দা ছোটা নেহি হোতা': রাহুল ঢোলাকিয়া পরিচালিত 'রইস' ছবিতে শাহরুখ খানের সেই মন মাতানো সংলাপ, কোনও কাজ ছোট হয় না, আর কাজের থেকে বড় কোনও ধর্ম হয় না ৷ সন্তানের প্রতি মায়ের এই শিক্ষা চির স্মরনীয় ৷

Mother's Day 2023
ছবির নাম- 'রইস'

4. 'ভগবান হর জগহা নেহি হোতা হ্যায়, ইসি লিয়ে তো উসনে মা বানাই হ্যায়': শ্রীদেবী অভিনীত শেষ ছবি 'মম' ৷ প্রত্যেক ঘরে মা-মেয়ের খুনসুটি থেকে একে অপরের খেয়াল রাখা ঠিক কিরকম, মম যাঁরা দেখেছেন তাঁরা আন্দাজ করতেই পারেন ৷ আর সত্যিই তো, ভগবানকে চোখে দেখা যায় না, তাই তো তিনি আমাদের জীবনে 'মা' পাঠিয়েছেন ৷

Mother's Day 2023
ছবির নাম- 'মম'

5. 'জব লড়কি জওয়ান হো জাতি হ্যায়, তো মা উসকি মা নেহি রেহতি, সহেলি মন যাতি হ্যায়': এই সংলাপের মানে নতুন করে বোঝানোর কিছু নেই ৷ মেয়েদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়েদের সঙ্গে সম্পর্কের সমীকরণও বদলাতে থাকে ৷ আর মা তখন মা নয়, বন্ধু হয়ে যায় ৷ 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে এই সংলাপ মায়ের নিঃশর্ত ভালোবাসারই প্রকাশ ৷

Mother's Day 2023
ছবির নাম- 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'

6. 'মা কে দিল কো দুখা কর আজ তক কোই খুশ নেহি রাহা হ্যায়': 'দেবদাস' ছবির এই শিক্ষা প্রতিটি সন্তানের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ৷ মায়ের মনকে আঘাত করলে কোনও সন্তান যে ভালো থাকতে পারে না, আলাদ করে তার প্রমাণ দিত হয় না ৷

Mother's Day 2023
ছবির নাম- 'দেবদাস'

7. 'চোট লগতি হ্যায় তো আদমি মা-মা হি চিল্লাতা হ্যায়': 'এয়ারলিফ্ট' ছবিতে অক্ষয় কুমারের এই সংলাপকে নতুন করে বলার আর কিছুই নেই ৷ সন্তানের প্রথম শব্দ যাই হোক না কেন, আঘাত বা কষ্ট পেলে সবার আগে মা শব্দ আসেই মুখে ৷

Mother's Day 2023
ছবির নাম- 'এয়ারলিফ্ট'

আরও পড়ুন: দেবীর 6 মাস পূর্তির উদযাপন বিপাশা-করণের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.