ETV Bharat / bharat

এআই দ্বারা লোকসভা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় চিন, দাবি মাইক্রোসফটের - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কু-প্রভাবের শিকার হতে পারে ভারতের সাধারণ নির্বাচন ৷ এমনই সম্ভাবনার কথা জানিয়েছে মাইক্রোসফ্ট ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, তারা বেশ কিছু এআই দ্বারা নিয়ন্ত্রিত সাইবার অবজেক্ট পর্যবেক্ষণ করেছে ৷ যা ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে প্রভাবিত করতে পারে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 1:43 PM IST

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 6 এপ্রিল: লোকসভা নির্বাচনে এবার বহিঃশত্রুর হানা ! তাও আবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে ৷ এমনই সতর্কবার্তা দিল মাইক্রোসফট সংস্থা ৷ আর এর পিছনে রয়েছে চিন ও উত্তর কোরিয়া ৷ অর্থাৎ, শি জিনপিং এবং কিম জং উন প্রশাসন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, তারা এআই জেনারেটেড বেশ কিছু সাইবার অবজেক্টের হদিস পেয়েছে ৷ সেগুলিকে দেখে মনে করা হচ্ছে, 19 এপ্রিল থেকে শুরু হতে চলা লোকসভা নির্বাচনকে প্রভাবিত করা হতে পারে ৷

তবে, শুধু ভারতের সাধারণ নির্বাচন নয় ৷ আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনও এআই-জেনারেটেড কনটেন্ট দ্বারা প্রভাবিত হতে পারে ৷ কীসের ভিত্তিতে এই দাবি করছে মাইক্রোসফট ? সংস্থার 'থ্রেট ইন্টেলিজেন্স' জানিয়েছে, বিশ্বের কয়েকটি দেশে আসন্ন বড় নির্বাচনগুলিকে প্রভাবিত করার জন্য, এআই জেনারেটেড কনটেন্টের মাধ্যমে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করবে ৷ তবে, এর মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার সম্ভাবনা খুবই কম ৷

মাইক্রোসফট দাবি করেছে, মিম, ভিডিয়ো এবং অডিয়োর মাধ্যমে বিভিন্ন এআই কনটেন্টগুলিকে ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা চালিয়ে যাচ্ছে চিন ৷ ফলে ভবিষ্য়তে বিভিন্ন বড় নির্বাচনকে প্রভাবিত করতে সফল হতে পারে ড্রাগন কান্ট্রি ৷ মাইক্রোসফটের 'থ্রেট ইন্টেলিজেন্স' একটি প্রতিবেদনের মাধ্যমে এটিকে প্রকাশ করেছে ৷ যার নাম দেওয়া হয়েছে, 'সেম টার্গেট, নিউ প্লেবুকস'৷

মাইক্রোসফটের তরফে বলা হয়েছে, "চিনের টার্গেট এবার তাইওয়ানের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশও হতে পারে ৷ 2023 সালের জুন মাস থেকে চিন ও উত্তর কোরিয়া বিভিন্ন রকমের সাইবার ও প্রভাব বিস্তারকারী ট্রেন্ডসকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে ৷ সেখানে এই দুই দেশের চিরপরিচত প্রতিপক্ষ ছাড়াও, অন্যান্য দেশও রয়েছে ৷ যেখানে আরও উন্নত ও সূক্ষ্ম প্রযুক্তির মাধ্যমে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে ৷"

মাইক্রোসফট দাবি করেছে চিনের সাইবার বিভাগ মূলত তিনটি বিষয়কে টার্গেট করেছে ৷ যেখানে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় আইল্যান্ডগুলি ৷ দ্বিতীয়, দক্ষিণ চিন সাগরের তিরবর্তী বিভিন্ন আঞ্চলিক প্রতিপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা শিল্প ৷ আর সেই লক্ষ্যে পৌঁছতে, চিনের সাহায্যে বেড়ে ওঠা বিভিন্ন সংস্থা ক্রমাগত এআই দ্বারা নিয়ন্ত্রিত কনটেন্ট তৈরি করছে ৷ যেখানে এইআই নিয়ন্ত্রিত গণমাধ্যমকে কাজে লাগানো হচ্ছে বলেও দাবি করেছে মাইক্রোসফট ৷

আরও পড়ুন:

  1. ভুল তথ্য ছড়ানো রুখতে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু নির্বাচন কমিশনের
  2. ইতিহাসে প্রথম! 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করবে কমিশন
  3. 177 কোম্পানি দিয়েই তিন জেলার ভোট ? নাকি বাড়বে বাহিনী; সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশায় খোদ কমিশন

হায়দরাবাদ, 6 এপ্রিল: লোকসভা নির্বাচনে এবার বহিঃশত্রুর হানা ! তাও আবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে ৷ এমনই সতর্কবার্তা দিল মাইক্রোসফট সংস্থা ৷ আর এর পিছনে রয়েছে চিন ও উত্তর কোরিয়া ৷ অর্থাৎ, শি জিনপিং এবং কিম জং উন প্রশাসন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, তারা এআই জেনারেটেড বেশ কিছু সাইবার অবজেক্টের হদিস পেয়েছে ৷ সেগুলিকে দেখে মনে করা হচ্ছে, 19 এপ্রিল থেকে শুরু হতে চলা লোকসভা নির্বাচনকে প্রভাবিত করা হতে পারে ৷

তবে, শুধু ভারতের সাধারণ নির্বাচন নয় ৷ আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনও এআই-জেনারেটেড কনটেন্ট দ্বারা প্রভাবিত হতে পারে ৷ কীসের ভিত্তিতে এই দাবি করছে মাইক্রোসফট ? সংস্থার 'থ্রেট ইন্টেলিজেন্স' জানিয়েছে, বিশ্বের কয়েকটি দেশে আসন্ন বড় নির্বাচনগুলিকে প্রভাবিত করার জন্য, এআই জেনারেটেড কনটেন্টের মাধ্যমে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করবে ৷ তবে, এর মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার সম্ভাবনা খুবই কম ৷

মাইক্রোসফট দাবি করেছে, মিম, ভিডিয়ো এবং অডিয়োর মাধ্যমে বিভিন্ন এআই কনটেন্টগুলিকে ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা চালিয়ে যাচ্ছে চিন ৷ ফলে ভবিষ্য়তে বিভিন্ন বড় নির্বাচনকে প্রভাবিত করতে সফল হতে পারে ড্রাগন কান্ট্রি ৷ মাইক্রোসফটের 'থ্রেট ইন্টেলিজেন্স' একটি প্রতিবেদনের মাধ্যমে এটিকে প্রকাশ করেছে ৷ যার নাম দেওয়া হয়েছে, 'সেম টার্গেট, নিউ প্লেবুকস'৷

মাইক্রোসফটের তরফে বলা হয়েছে, "চিনের টার্গেট এবার তাইওয়ানের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশও হতে পারে ৷ 2023 সালের জুন মাস থেকে চিন ও উত্তর কোরিয়া বিভিন্ন রকমের সাইবার ও প্রভাব বিস্তারকারী ট্রেন্ডসকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে ৷ সেখানে এই দুই দেশের চিরপরিচত প্রতিপক্ষ ছাড়াও, অন্যান্য দেশও রয়েছে ৷ যেখানে আরও উন্নত ও সূক্ষ্ম প্রযুক্তির মাধ্যমে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে ৷"

মাইক্রোসফট দাবি করেছে চিনের সাইবার বিভাগ মূলত তিনটি বিষয়কে টার্গেট করেছে ৷ যেখানে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় আইল্যান্ডগুলি ৷ দ্বিতীয়, দক্ষিণ চিন সাগরের তিরবর্তী বিভিন্ন আঞ্চলিক প্রতিপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা শিল্প ৷ আর সেই লক্ষ্যে পৌঁছতে, চিনের সাহায্যে বেড়ে ওঠা বিভিন্ন সংস্থা ক্রমাগত এআই দ্বারা নিয়ন্ত্রিত কনটেন্ট তৈরি করছে ৷ যেখানে এইআই নিয়ন্ত্রিত গণমাধ্যমকে কাজে লাগানো হচ্ছে বলেও দাবি করেছে মাইক্রোসফট ৷

আরও পড়ুন:

  1. ভুল তথ্য ছড়ানো রুখতে 'মিথ বনাম রিয়ালিটি রেজিস্টার' চালু নির্বাচন কমিশনের
  2. ইতিহাসে প্রথম! 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিং করবে কমিশন
  3. 177 কোম্পানি দিয়েই তিন জেলার ভোট ? নাকি বাড়বে বাহিনী; সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশায় খোদ কমিশন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.