ETV Bharat / bharat

দাদার কীর্তি! বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে 'ঈশ্বরের দূত' হয়ে উঠলেন পবন

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 5:31 PM IST

Heavy Snowfall in Lahaul Spiti: ভারী তুষারপাতে হাঁটু পর্যন্ত বরফে ঢেকেছে রাস্তা ৷ দুর্গম পরিবেশে বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে দাদার সহযোগিতা দেখলে হৃদয় জুড়োবে আপনারও ৷ রইল ভিডিয়ো ৷

Etv Bharat
Etv Bharat

বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দাদার কীর্তি

লাহৌল স্পিতি, 6 মার্চ: প্রবল তুষারপাতে জনশূন্য রাস্তাঘাট ৷ পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে যাতায়াতের পথ ৷ সেই দুর্গম পরিবেশের মধ্যে দিয়ে বোনকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে দাদা ৷ দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার ৷ সামনে বরফ কেটে রাস্তা তৈরি করছে ভাই আর সেই পথ ধরে এগিয়ে চলেছে দ্বাদশের পরীক্ষার্থী তরুণী ৷ এভাবেই বোনকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে দাদা ৷ লাহৌল স্পিতি এলাকায় এমনই দৃশ্য ধরা পড়েছে ৷ যা মন কেড়ে নেটিজেনদের ৷ বোনের যাত্রাপথ মসৃণ করার এই ছবি দেখলে হৃদয় জুড়িয়ে যাবে আপনারও ৷

হিমাচল প্রদেশের উপজাতীয় জেলা লাহৌল স্পিতিতে গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাত হয়েছে । যার কারণে পুরো উপত্যকা বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে । একইসঙ্গে উপত্যকায় জনজীবনও পুরোপুরি বিপর্যস্ত । খারাপ আবহাওয়ার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার কারণে কিছু স্কুল এখনও খোলা রয়েছে । পুরো উপত্যকা তুষারে ঢেকে যাওয়ায় শিক্ষার্থীদের বরফের মধ্যে দিয়ে হেঁটে স্কুলে যেতে হচ্ছে ।

লাহৌল উপত্যকার খংসা একটি ভিডিয়ো সামনে এসেছে । যা শুধু হৃদয় ছুঁয়ে যায়নি, বরফের মাঝেও বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সংগ্রামকে দেখিয়েছে। হাঁটু পর্যন্ত বরফ ঢাকা রাস্তা পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে পরীক্ষার্থী ৷ তাকে সহযোগিতা করতে বরফ সরিয়ে পথ তৈরি করে দিচ্ছে তার ভাই ৷ যাতে তার বোন যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে বোর্ডের পরীক্ষা দিতে পারে ৷

এই বিষয়ে ভাই পবন জানান, তার বোন ঈশিকার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল ৷ গোন্ধলা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য ভোর 5টায় বাড়ি থেকে বের হয়ে সাড়ে তিন ঘণ্টায় 4 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাদের ৷ তারপর পরীক্ষাকেন্দ্র পৌঁছন তাঁরা ৷ এছাড়াও, লাহৌল উপত্যকায় বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সময় অন্যান্য ছাত্রদেরও অনেক সমস্যায় পড়তে হয় ৷ কারণ তিন দিন ধরে প্রবল তুষারপাতের কারণে সমস্ত রাস্তা বন্ধ রয়েছে । যদিও এখন উপত্যকায় আবহাওয়া পরিষ্কার হয়েছে, কিন্তু আগামী দিনে লাহৌল উপত্যকায় ফের ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে ।

লাহৌল স্পিতির ডিসি রাহুল কুমার জানিয়েছেন, আবহাওয়া পরিষ্কার হওয়ার পরে, তুষারপাতের কারণে বন্ধ হওয়া রাস্তাগুলি খোলার কাজ শুরু করা হচ্ছে ৷ যাতে লোকেরা যানবাহন চলাচলের সুবিধা পায় ।

আরও পড়ুন :

  1. ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, হিমাচল প্রদেশে জারি লাল সতর্কতা
  2. হিমাচলে প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, আটকে পড়েছেন 81 পর্যটক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.