ETV Bharat / bharat

ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, হিমাচল প্রদেশে জারি লাল সতর্কতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 11:46 AM IST

Etv Bharat
হিমাচল প্রদেশের 7 জেলায় লাল সতর্কতা জারি

Himachal Weather Update: হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দফতর ৷ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মানালিতে ৷ সঙ্গে হাড়হিম করা ঠান্ডা ৷

হিমাচল প্রদেশের 7 জেলায় লাল সতর্কতা জারি

সিমলা, 19 ফেব্রুয়ারি: হিমাচলপ্রদেশের 7টি জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া অফিস ৷ আজ সোমবার ভারী বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত-সহ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে প্রবল বাতাসের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ এছাড়াও সতর্ক করা হয়েছে যে, বিদ্যুৎ, জল সরবরাহ এবং যোগাযোগের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি প্রভাবিত হতে পারে । সোমবার সকাল থেকেই মানালিতে শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ সাইড সিনে বেরোতে চাইছেন না গাড়ি চালকরা ৷ ফলে পর্যটকরা কার্যত ঘরবন্দি ৷ তাপমাত্রা মাইনাস 6 ডিগ্রিতে ৷

রোটাংয়ে তুষারপাত

শনিবার থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করেছে পশ্চিমী ঝঞ্ঝা ৷ যার কারণে কুল্লু-মানালি এবং লাহৌল-স্পিতির উচ্চতর অঞ্চলে তুষারপাত হচ্ছে । রোহতাংয়ের অটল টানেলের কাছে তুষারপাতের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । 20 ফেব্রুয়ারি মঙ্গলবার সিমলায় ভারী বৃষ্টি ও তুষারপাত, ঘণ্টায় 40 কিমি বেগে শক্তিশালী বাতাস এবং বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত-সহ ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করেছে ।

কেলং সবচেয়ে ঠান্ডা ছিল

রবিবার রাজ্যে দিনের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে ৷ ধৌলা কুয়ানে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস ৷ লাহৌল-স্পিতি জেলার কেলংয়ে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল ৷ সেখানে রাতের তাপমাত্রা ছিল মাইনাস 0.3 ডিগ্রি সেলসিয়াস ৷

রোটাং পাস, কোকসার, সিসু এবং লাহৌলের অন্যান্য উচ্চ শিখরে তুষারপাত শুরু হয়েছে । রবিবার কুল্লু এবং লাহৌল-স্পিতির উচ্চ শিখরে তুষারপাত অব্যাহত রয়েছে । কমলা সতর্কতার মধ্যে, 13 হাজার 50 ফুট উঁচু রোটাং পাসে 15 সেন্টিমিটার তুষারপাত হয়েছে, কোকসারে 5 সেমি এবং সিসুতে 2 সেমি । আবহাওয়া দফতর 18 থেকে 21 ফেব্রুয়ারি সমগ্র রাজ্যে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ৷ এর মধ্যে 19 এবং 20 ফেব্রুয়ারি চাম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি, সিমলা, সোলান, সিরমাউর, কিন্নর এবং লাহৌল-স্পিতি জেলার অনেক জায়গায় হয়েছে তুষারপাত হয়েছে । কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে । 18 থেকে 20 ফেব্রুয়ারি রাজ্যে ভারী বৃষ্টি এবং তুষারপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে । সতর্কতার পরিপ্রেক্ষিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর । 22 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে আবহাওয়া খারাপ থাকবে বলে আশা করা হচ্ছে ।

আরও পড়ুন :

  1. হিমাচলে ঠান্ডায় জমছে খাবার, কাশ্মীরে বরফের মধ্য়েই ক্রিকেটে মত্ত জওয়ানরা; দেখুন ভিডিয়ো
  2. শ্বেতশুভ্র স্বর্গোদ্যান ! জম্মু ও কাশ্মীরে প্রবল তুষারপাত, দেখুন ভিডিয়োতে
  3. টানা 42 দিন বন্ধ টিভি-ফোন-চাষবাস, পাহাড়ি গ্রামটি মকর সংক্রান্তি থেকেই নিশ্চুপ !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.