শ্বেতশুভ্র স্বর্গোদ্যান ! জম্মু ও কাশ্মীরে প্রবল তুষারপাত, দেখুন ভিডিয়োতে

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 2:11 PM IST

thumbnail

Fresh Snowfall in Jammu and Kashmir: শনিবার থেকে ফের ভারী তুষারপাত জম্মু ও কাশ্মীরে ৷ বরফের সাদা চাদরে ঢাকল ভূস্বর্গ ৷ নৈসর্গিক রূপ থেকে চোখ ফেরানো দায় ৷ জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নেমে গিয়েছে ৷ এবারে তুষারপাত দেরিতে হওয়ায় তা চুটিয়ে উপভোগ করছেন পর্যটক থেকে স্থানীয়রা ৷ প্রবল তুষারপাতের কারণে সতর্কতা জারি করেছে প্রশাসন  ৷ রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে ৷ তাই সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের ৷ জানুয়ারিতে তুষারপাত না পেয়ে যেখানে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল ব্যবসায়ীদের, সেখানে এ দিনের ভারী তুষারপাতে খুশির হাওয়া জম্মু ও কাশ্মীরে আকাশে বাতাসে  ৷  

শনিবার উত্তর কাশ্মীরের গুলমার্গ স্কিইং রিসর্টে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস 10.6 ডিগ্রি সেলসিয়াসে ছিল ৷ দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও পর্যটন রিসর্ট, যা বার্ষিক অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসাবে কাজ করে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগ এবং কাজিগুন্ড শহর উভয়েরই সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস 5.4 ডিগ্রি সেলসিয়াস নেমে যায় ৷ সোমবার পর্যন্ত তাপমাত্রার পতন জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

TAGGED:

Snowfall

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.