ETV Bharat / bharat

ফলপ্রকাশের দিনই আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই - CBSE Board Exams

author img

By PTI

Published : May 13, 2024, 8:12 PM IST

CBSE Board Exams Schedule: আজই প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ড পরীক্ষার ফল ৷ এরপরেই সিবিএসই'র তরফে জানিয়ে দেওয়া হল, কবে হতে চলেছে আগামী শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ এমনকী, কবে সাপলেমেন্টরি পরীক্ষা হবে, তারও দিনক্ষণ ঘোষণা হয়েছে ৷

CBSE Board Exams
সিবিএসই বোর্ড পরীক্ষা (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 13 মে: আজ সিবিএসই'র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে ৷ আর এই ফলপ্রকাশের পরই আগামী শিক্ষাবর্ষ নিয়ে বড় ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ 2024-25 শিক্ষাবর্ষ দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষাগুলি আগামী বছরের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৷ এমনটাই সিবিএসই'র পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়াম ভরদ্বাজ সোমবার জানিয়েছেন । তিনি বলেন, "বোর্ড 2025 সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ।" 2024 সালের সিবিএসই'র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষাও 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল । দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা যথাক্রমে 28 এবং 47 দিনে শেষ হয়েছিল ।

পাশপাশি বোর্ডের তরফে জানা গিয়েছে, 15 জুলাই থেকে দশম ও দ্বাদশ শ্রেণির সাপলেমেন্টরি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ 1 লক্ষ 32 হাজারেরও বেশি পরীক্ষার্থীকে দশম শ্রেণিতে সাপলেমেন্টরি ক্যাটাগরি বা কম্পার্টমেন্টে রাখা হয়েছে ৷ যেখানে দ্বাদশ শ্রেণিতে এই রকম পরীক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ 11 হাজারের বেশি । জাতীয় শিক্ষা নীতি 2020 সুপারিশের ভিত্তিতে সিবিএসই গত বছর কম্পার্টমেন্ট পরীক্ষার নাম পরিবর্তন করে সাপলেমেন্টরি এক্সাম রেখেছিল ।

সিবিএসই পরীক্ষা নিয়ন্ত্রক সানিয়াম ভরদ্বাজের কথায়, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাপলেমেন্টরি এক্সামে একটি বিষয়ে তাদের ভালো ফল করার সুযোগ দেওয়া হবে এবং দশম শ্রেণির পড়ুয়াদের সাপলেমেন্টরি এক্সামে দুটি বিষয়ে তাদের ভালো ফল করার সুযোগ দেওয়া হবে । তিনি বলেন, "তিন শ্রেণির শিক্ষার্থীরা সাপলেমেন্টরি এক্সাম দিতে পারবে ৷ তারা হল, দশম শ্রেণির পড়ুয়া যারা দুটি বিষয়ে পাশ করতে পারেনি ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া যারা একটি বিষয়ে পাশ করতে পারেনি এবং তাদের কম্পার্টমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ৷ অন্যদিকে, যে পড়ুয়াদের ষষ্ঠ বা সপ্তম বিষয় পরিবর্তন করার পর পাশ ঘোষণা করা হয়েছিল ৷ দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া যারা পাশ করেছিল কিন্তু দুটি বা একটি বিষয়ে তারা আরও ভালো ফল করতে চায়, তারাও সাপলেমেন্টরি এক্সাম দিতে পারবে ৷"

আরও পড়ুন:

  1. সিবিএসই দশমেও ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, মোট পাশের হার 93.60%
  2. ছেলেদের টেক্কা দিল মেয়েরা, সিবিএসই দ্বাদশে পাশের হার 87.98%
  3. ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্কের পাইলট প্রজেক্ট শুরু করছে সিবিএসই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.