ETV Bharat / bharat

স্লোগানেই জল্পনা! সপুত্র কমল নাথের ছবিতে 'জয় শ্রীরাম' লিখলেন বিজেপি নেতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 9:48 AM IST

Kamal Nath may BJP: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ কি বিজেপিতে যোগ দিচ্ছেন ? জল্পনা আরও জোরদার করল বিজেপি মুখপাত্রের সোশাল মিডিয়া পোস্ট ৷

ETV Bharat
কমল নাথ ও নকুল নাথের ছবিতে জয় শ্রীরাম স্লোগান

ভোপাল, 18 ফেব্রুয়ারি: গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ৷ তাঁর সঙ্গে তাঁর পুত্র নকুল নাথও ৷ দেশের রাজনীতিতে জল্পনা যখন তুঙ্গে, তখন তাকেই আরেকটু উসকে দিল 'জয় শ্রীরাম' স্লোগান ৷ প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ ও তাঁর পুত্র নকুল নাথের একটি ছবি পোস্ট করে তাতে এই স্লোগান লিখেছেন মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা ৷

এদিকে সূত্রের খবর, কমল নাথের নামেই পদ্ম রয়েছে ৷ তিনি সুচতুরভাবে বিজেপিতে চলে যাবেন ৷ শনিবার দুপুরের দিকেই তিনি রাজধানীতে চলে গিয়েছেন ৷ আর দিল্লিতে ভারত মণ্ডপমে দু'দিন ব্যাপী বিজেপির জাতীয় কনভেনশন শুরু হয়েছে শনিবার ৷ সূত্রের খবর, প্রবীণ কংগ্রেস নেতা হয়তো রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন ৷

তাই সব মিলিয়ে কমল নাথের বিজেপি শিবিরে যোগ দেওয়ার ইঙ্গিত জোরালো হয়েছে ৷ এদিন তিনি সাংবাদিকদের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা প্রসঙ্গে বলেন, "যদি তেমন কিছু হয়, সবার আগে আপনাদেরই জানাব ৷" তাহলে কি তিনি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন না ? এর উত্তরে অবশ্য প্রবীণ কংগ্রেস নেতা বলেন, "এটা অস্বীকার করার বিষয় নয় ৷ আপনারাই এটা বলছেন, আপনারাই উত্তেজিত ৷ এই দিকে না ওদিক- এ নিয়ে আমার কোনও উত্তেজনা নেই ৷"

এসবের মধ্যে আবার মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্রের সোশাল মিডিয়ায় কমল নাথ ও তাঁর ছেলে নকুল নাথের ছবি ৷ আর ছবির উপরে লেখা 'জয় শ্রীরাম' ৷ মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মা বলেন, "কংগ্রেস নেতা-কর্মীদের জন্য আমাদের দরজা সবসময় খোলা ৷ কংগ্রেস ভগবান রামকে বয়কট করেছে ৷ আর রাম ভারতে হৃদয়ে আছে ৷ কংগ্রেস যখন তাঁকে অপমান করে, তাতে বহু মানুষ ব্যথা পায় ৷ আপনারা যে নামগুলি বলছেন, তাঁদের হৃদয়ে যদি সেই ব্যথা থাকে, তাহেল তাঁদের আমরা স্বাগত জানাব ৷"

তবে মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান জিতু পাটওয়ারি কিন্তু কমলনাথের পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন ৷ তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি কমল নাথকে তাঁর 'তৃতীয় সন্তান' হিসেবে উল্লেখ করতেন ৷

আরও পড়ুন:

  1. ছেলেকে নিয়ে দিল্লিতে কমল নাথ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে
  2. ভোটে পরাজয়ের পরে 24-এর প্রস্তুতিতে গেহলত-বাঘেল-কমলনাথরা কী দায়িত্বে ? প্রবীণদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন খাড়গে
  3. কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করল আয়কর বিভাগ, তা খুলে দিল ট্রাইব্যুনাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.