ETV Bharat / bharat

কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করল আয়কর বিভাগ, তা খুলে দিল ট্রাইব্যুনাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 3:25 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Congress Accounts Freezed: কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছিল আয়কর দফতর, তা আবার ডি-ফ্রিজ করেছে দিল্লির আয়কর আপিলেট ট্রাইব্যুনাল ৷

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: আয়কর আপিলেট ট্রাইব্যুনাল কংগ্রেস দলের অ্যাকাউন্টগুলি ডি-ফ্রিজ করেছে । শুক্রবার এ কথা জানালেন কংগ্রেস নেতা বিবেক তনখা ৷ কংগ্রেস আজ সকালেই জানিয়েছিল যে, আয়কর কর্তৃপক্ষ তাদের প্রধান ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে, যার প্রভাব পড়ছে সব রাজনৈতিক কার্যকলাপে ৷ এই অভিযোগ করার ঘণ্টাখানেক পরেই কংগ্রেস নেতা তনখা জানালেন যে, কংগ্রেসের অ্যাকাউন্টগুলি ডি-ফ্রিজ করা হয়েছে ৷

এ দিন ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে কংগ্রেস নেতা বিবেক তনখা বলেন, দলটিকে এখন তার ব্যাংক অ্যাকাউন্টগুলি পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে । চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী বুধবার ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানি করবে । তনখা বলেন, তিনি ট্রাইব্যুনালকে বলেছিলেন যে, অ্যাকাউন্ট ফ্রিজ বা হিমায়িত থাকলে, 'নির্বাচনের উৎসবে' অংশ নিতে পারবে না কংগ্রেস । আজ দিনের শুরুতে কোষাধ্যক্ষ অজয় মাকেন বলেন যে, আয়কর বিভাগ কংগ্রেসের প্রধান ব্যাংক অ্যাকাউন্টগুলিকে 'তুচ্ছ কারণে' ফ্রিজ করে দিয়েছে এবং এটি সাধারণ নির্বাচন ঘোষণার মাত্র দুই সপ্তাহ আগে দলের সমস্ত রাজনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করেছে ।

মাকেন সাংবাদিক সম্মেলন করে জানান, ভারতীয় যুব কংগ্রেসের অ্যাকাউন্টগুলি-সহ নির্বাচনী বছর 2018-19 এর জন্য 210 কোটি টাকার আয়কর দাবি করে আয়কর দফতর ৷ তারা বলেছিল, দলটি সংশ্লিষ্ট বছরের আয়কর রিটার্ন কয়েক দিন দেরিতে দাখিল করেছে এবং সে কারণেই এই পদক্ষেপ । তিনি বলেন, বুধবার আইটি কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ।

মাকেন বলেন যে, কংগ্রেস এই ফ্রিজের প্রতিক্রিয়ায় আইনি ব্যবস্থা নিয়েছে, বিষয়টি বর্তমানে আয়কর আপিলেট ট্রাইব্যুনালের সামনে রয়েছে । মাকেন ব্যাখ্যা দিয়ে বলেন, শুনানি মুলতুবি থাকায় তারা আগে এ ব্যাপারে তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷

মাকেন এ দিন জানিয়েছেন যে, চারটি প্রধান ব্যাংক অ্যাকাউন্ট বাজয়েপ্ত করা হয়েছে । সূত্র পরে জানায়, সংখ্যাটি হল নয় । দল তার ক্রাউডফান্ডিং স্কিমের অধীনে প্রাপ্ত তহবিলও ব্যবহার করতে পারেনি ৷ মাকেনের অভিযোগ, দেশে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে । মাকেন সাংবাদিকদের বলেন, "দেশের ইতিহাসে প্রথমবার, সাধারণ নির্বাচনের ঘোষণার মাত্র দুই সপ্তাহ আগে, কর কর্তৃপক্ষ তুচ্ছ কারণে প্রধান বিরোধী দলের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে ।"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স-এ এই নিয়ে একটি পোস্টে বলেন, "ক্ষমতায় মত্ত মোদি সরকার লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশের বৃহত্তম বিরোধী দল - ভারতীয় জাতীয় কংগ্রেসের অ্যাকাউন্ট হিমায়িত করেছে।" (পিটিআই ইনপুট সহ)

আরও পড়ুন:

  1. ফের অশান্ত মণিপুর, চুরাচন্দপুরে এসপি'র কার্যালয়ে তাণ্ডব! বন্ধ ইন্টারনেট পরিষেবা
  2. তৃতীয় বৈঠকেও মিলল না সমাধান, কেন্দ্রের সঙ্গে কৃষকদের ফের বৈঠক রবিবার
  3. রাহুল গান্ধিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, জানালেন ‘ইন্ডিয়া’র শরিক লালু প্রসাদ যাদব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.