ETV Bharat / politics

রাহুল গান্ধিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, জানালেন ‘ইন্ডিয়া’র শরিক লালু প্রসাদ যাদব

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 1:57 PM IST

Updated : Feb 16, 2024, 2:17 PM IST

Lalu Prasad Yadav-Rahul Gandhi
Lalu Prasad Yadav-Rahul Gandhi

Lalu Prasad Yadav: রাহুল গান্ধিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ৷ শুক্রবার এই কথা জানালেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব ৷ এ দিনই বিহারে দ্বিতীয় দফায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি ৷ সেই দিনই এই মন্তব্য করলেন লালু ৷

পটনা, 16 ফেব্রুয়ারি: ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপিকে হারাতে তৈরি হওয়া বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র অবস্থা খারাপ হচ্ছে ৷ হয় জোট ছাড়ছেন শরিকরা, অথবা আসন সমঝোতা না হওয়ায় একা লড়াইয়ের ঘোষণা করে দিচ্ছে কোনও শরিক ৷ এই পরিস্থিতিতেও রাহুল গান্ধির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আশাবাদী আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ শুক্রবার তিনি জানিয়েছেন, রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য ৷ তিনিই প্রধানমন্ত্রী হবেন ৷

লোকসভা ভোটের মুখে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ মণিপুর থেকে শুরু হয়ে এই যাত্রা শেষ হবে মহারাষ্ট্রে ৷ এ দিন বিহারে দ্বিতীয় দফার যাত্রা শুরু করেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ৷ তাঁর এই যাত্রায় সামিল হন লালু-পুত্র তেজস্বী যাদবও ৷ সেই বিষয়টি উল্লেখ করেই লালু প্রসাদ যাদব জানান, রাহুল গান্ধির যাত্রায় অনেক ভিড় হচ্ছে ৷ তাঁর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সবরকম যোগ্যতা আছে ৷ তিনিই প্রধানমন্ত্রী হবেন ৷

উল্লেখ্য, বিহারে কংগ্রেস ও আরজেডি মহাজোটের শরিক ৷ আবার জাতীয়স্তরে ‘ইন্ডিয়া’তেও রয়েছে এই দুই দল ৷ কিন্তু বিরোধীদের এই জোট তৈরিতে প্রথম যিনি উদ্যোগী হয়েছিলেন সেই নীতীশ কুমার কংগ্রেস ও আরজেডি-র সঙ্গ ত্যাগ করেছেন সম্প্রতি ৷ ‘ইন্ডিয়া’ ছেড়ে তিনি এখন এনডিএ-তে যোগ দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে নয়াদিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেন নীতীশ ৷ আর এনডিএ ছেড়ে যাবেন না বলেও দাবি করেছেন তিনি ৷

অথচ শুক্রবার বিহার বিধানসভার পোর্টিকোতে মুখোমুখি হয়ে লালু ও নীতীশকে সহাস্যে কুশল বিনিময় করতে দেখা গেল ৷ নীতীশ কুমার যেভাবে ঘনঘন জোট বদল করেন, তার প্রেক্ষিতে লালু ও নীতীশের এই সাক্ষাৎ ঘিরে নতুন করে জল্পনা তৈরি হল ৷ আর সেই জল্পনাকে উসকে দিয়ে লালু জানিয়ে দিয়েছেন, নীতীশ যদি আবার ‘ইন্ডিয়া’ ও বিহারের মহাজোটে ফিরতে চান, তাহলে তাঁর জন্য দরজা খোলা আছে ৷ পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন যে নীতীশের জোট বদল করা একটা অভ্যাস ৷

এ দিন লালু প্রসাদ যাদব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির সমালোচনা করেছেন ৷ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ পাশাপাশি নীতীশ ফিরে এলে আবার একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ‘ইন্ডিয়া’র আসন সমঝোতা এত দ্রুত হওয়া সম্ভব নয়, মত আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের
  2. বিয়ের পরামর্শের পর এবার রাহুলকে মাটন রান্না শেখালেন লালু, ভাইরাল ভিডিয়ো
  3. 'এখনও সময় যায়নি, এবার কথা শুনুন, বিয়েটা করে নিন'; রাহুলকে পরামর্শ লালুর
Last Updated :Feb 16, 2024, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.