ETV Bharat / bharat

লোকসভা ভোটের পরই অসমে অভিন্ন দেওয়ানি বিধি, ইঙ্গিত হিমন্ত বিশ্ব শর্মার - Uniform Civil Code

Uniform Civil Code: শুক্রবার অসমে বিজেপির সদর দফতরে লোকসভা নির্বাচনের প্রচার সংক্রান্ত একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকের মাঝে অসমের মুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যে বিজেপির অন্যতম নেতা হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দেন যে লোকসভা ভোটের পরই সেখানে চালু হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 1:19 PM IST

Assam CM Himanta Biswa Sarma
Assam CM Himanta Biswa Sarma

গুয়াহাটি, 30 মার্চ: বেশ কিছুদিন ধরেই অসম সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ৷ কবে তা চালু হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে অসম সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে লোকসভা নির্বাচনের পরই চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি ৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে রাজ্য সরকার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করবে । শুক্রবার অসম বিজেপির সদর দফতর বাজপেয়ী ভবনে দলীয় বৈঠক হয় ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন বলে জানা গিয়েছে ৷

আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, "করিমগঞ্জ, নগাঁওতে ত্রিমুখী লড়াই দেখা যাবে ৷ তবে শেষ পর্যন্ত বিজেপিই জিতবে । 11টি আসনে বিজেপির কার্যত কোনও প্রতিদ্বন্দ্বীই নেই । নগাঁওতে কংগ্রেস-এআইইউডিএফ-বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে ।" এদিকে, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার কথা উল্লেখ করে হিমন্ত কটাক্ষ ছুঁড়ে দেন ৷ তাঁর কথায়, ভূপেন বোরা যদি অসমের মুখ্যমন্ত্রী হতে চান, তাহলে তাঁকে বিজেপিতে যোগ দিতে হবে ।

উল্লেখ্য, আগামী 6 এপ্রিল নির্বাচনী প্রচারে অসম যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানকার লখিমপুরে তিনি সভা করবেন ৷ ওই সভার প্রচারের খুঁটিনাটি বিষয় নির্ধারণ করতে শুক্রবার বৈঠক হয় ৷ তাছাড়া অসমের বিজেপির সঙ্গে জোটে যে দলগুলি রয়েছে, তাদের সঙ্গে প্রচারে সমন্বয় কিভাবে করা হবে, সেই বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে ৷

আরও পড়ুন:

  1. দেশে প্রথম উত্তরাখণ্ডে পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল
  2. লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ না মানলে হতে পারে কারাবাসও
  3. লোকসভার দামামা; উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড, অসমে নিষিদ্ধ বহুবিবাহ আইন

গুয়াহাটি, 30 মার্চ: বেশ কিছুদিন ধরেই অসম সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ৷ কবে তা চালু হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে অসম সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে লোকসভা নির্বাচনের পরই চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি ৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে রাজ্য সরকার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করবে । শুক্রবার অসম বিজেপির সদর দফতর বাজপেয়ী ভবনে দলীয় বৈঠক হয় ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন বলে জানা গিয়েছে ৷

আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, "করিমগঞ্জ, নগাঁওতে ত্রিমুখী লড়াই দেখা যাবে ৷ তবে শেষ পর্যন্ত বিজেপিই জিতবে । 11টি আসনে বিজেপির কার্যত কোনও প্রতিদ্বন্দ্বীই নেই । নগাঁওতে কংগ্রেস-এআইইউডিএফ-বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে ।" এদিকে, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার কথা উল্লেখ করে হিমন্ত কটাক্ষ ছুঁড়ে দেন ৷ তাঁর কথায়, ভূপেন বোরা যদি অসমের মুখ্যমন্ত্রী হতে চান, তাহলে তাঁকে বিজেপিতে যোগ দিতে হবে ।

উল্লেখ্য, আগামী 6 এপ্রিল নির্বাচনী প্রচারে অসম যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানকার লখিমপুরে তিনি সভা করবেন ৷ ওই সভার প্রচারের খুঁটিনাটি বিষয় নির্ধারণ করতে শুক্রবার বৈঠক হয় ৷ তাছাড়া অসমের বিজেপির সঙ্গে জোটে যে দলগুলি রয়েছে, তাদের সঙ্গে প্রচারে সমন্বয় কিভাবে করা হবে, সেই বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে ৷

আরও পড়ুন:

  1. দেশে প্রথম উত্তরাখণ্ডে পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল
  2. লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ না মানলে হতে পারে কারাবাসও
  3. লোকসভার দামামা; উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড, অসমে নিষিদ্ধ বহুবিবাহ আইন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.