ETV Bharat / bharat

লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ না মানলে হতে পারে কারাবাসও

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 4:22 PM IST

Updated : Feb 6, 2024, 9:43 PM IST

Live-in Relationship: মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বিল ৷ এই বিল আইনে পরিণত হলে নতুন নিয়ম তৈরি হবে লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ৷ ওই নিয়ম অনুযায়ী, লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে উত্তরাখণ্ডে ৷ নির্দেশ না মানলে হতে পারে কারাবাসও ৷

Live-in Relationship
Live-in Relationship

দেরাদুন, 6 ফেব্রুয়ারি: লিভ-ইন করতে হলে উত্তরাখণ্ড সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হবে যুগলকে ৷ ওই রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হওয়ার পর এই নিয়ম বাধ্যতামূলক হয়ে যাবে ৷

সোমবার উত্তরাখণ্ড বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পেশ করা হয়েছে । বিরোধীদের হট্টগোলের মধ্যেই বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । সেখানেই বলা হয়েছে, উত্তরাখণ্ডে লিভ-ইন সম্পর্কে বসবাসকারী যুগলদের জন্য নির্দিষ্ট ওয়েব পোর্টাল করা হবে ৷ সেখানে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক ৷ তাছাড়া দিতে হবে মা-বাবা বা অভিভাবকদের তথ্যও ৷ সেখানে নাম নথিভুক্ত করলে সরকারের তরফে একটি শংসাপত্র দেওয়া হবে, সেই শংসাপত্র থাকলে লিভ-ইনে থাকা যুগলদের বাড়ি বা অন্য কোথাও থাকতে কোনও সমস্যা হবে না ৷

একই সঙ্গে ইউসিসি-তে জানানো হয়েছে যে যাঁরা লিভ-ইন করবেন, তাঁরা বিবাহিত হতে পারবেন না ৷ এমন কি অন্য কারও সঙ্গে কোনও গোপন সম্পর্কও রাখা যাবে না ৷ লিভ-ইনে থাকাকালীন কোনও যুগলের সন্তান জন্ম নিলে, তাকে আইনের চোখে বৈধ সন্তান হিসেবে বিবেচিত করা হবে এবং সন্তানের ওপর উভয়েরই সমান অধিকার থাকবে । তাছাড়া সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হলে সেটাও সংশ্লিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে ৷ নাম নথিভুক্ত না করে লিভ-ইন করলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে ইউনিফর্ম সিভিল কোডে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে যুগলের ছয় মাসের কারাদণ্ড বা 25 হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে ।

লিভ-ইন সম্পর্কের জন্য জরুরি -

  • উত্তরাখণ্ডে লিভ-ইন সম্পর্কে বসবাসকারী যেকোনও দম্পতি, তাঁরা উত্তরাখণ্ডের বাসিন্দা হোক বা না হোক, তাঁদের জন্য 381 ধারার ধারা (1) এর অধীনে লিভ-ইন সম্পর্কের বিশদ বিবরণ সংশ্লিষ্ট এলাকার রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক হবে ।
  • উত্তরাখণ্ডের কোনও বাসিন্দা যদি রাজ্যের অঞ্চলের বাইরে লিভ-ইন সম্পর্কে থাকেন, তবে তিনি 381 ধারার উপ-ধারা (1) এর অধীনে লিভ-ইন সম্পর্কের বিশদ বিবরণ নিজের এলাকার রেজিস্ট্রারের কাছে জমা দিতে পারবেন ৷
  • লিভ-ইন রিলেশনশিপ থেকে জন্ম নেওয়া সন্তান দম্পতির বৈধ সন্তান হিসেবে স্বীকৃত হবে ।

কোন কোন ক্ষেত্রে লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা হবে না-

  • কমপক্ষে একজন বিবাহিত বা ইতিমধ্যে লিভ-ইন সম্পর্কে রয়েছেন ।
  • যুগলের কোনও একজন নাবালক হওয়া চলবে না ৷
  • সঙ্গী বা সঙ্গিনীকে যদি জোর করে লিভ-ইন থাকতে বাধ্য করানো হয় ৷

লিভ-ইন সম্পর্ক নথিভুক্ত করার প্রক্রিয়া-

  • লিভ-ইন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই তার লিভ-ইন সম্পর্কের একটি বিবৃতি সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে ।
  • রেজিস্ট্রার জমা দেওয়া লিভ-ইন সম্পর্কের বিবরণের বিষয়বস্তু যাচাই করবেন ।
  • উপ-ধারা (2) এর অধীনে তদন্ত করার সময় রেজিস্ট্রার যুগলের কোনও একজনকে তলব করতে পারেন৷ প্রয়োজনে আরও তথ্য-প্রমাণ চাইতে পারেন ৷
  • সবকিছু খতিয়ে দেখার উপ-ধারা (1) এর অধীনে সংশ্লিষ্ট যুগলকে লিভ-ইন সম্পর্কে থাকার শংসাপত্র দেবেন ৷ সাধারণত আবেদনের 30 দিনের মধ্যে এই শংসাপত্র দেওয়া হবে ৷ যদি আবেদন প্রত্যাখ্যাত হয়, তাহলে তা কেন হল, সেটাও জানাতে হবে রেজিস্ট্রারকে ৷
  • লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে নথিভুক্ত করা হবে শুধুমাত্র রেকর্ড রাখার উদ্দেশ্যে ।

রেজিস্ট্রারের ক্ষমতায়ন ও রেজিস্টার রক্ষণাবেক্ষণ-

  • রাজ্য সরকার নিযুক্ত রেজিস্ট্রারকে রেজিস্ট্রার হিসাবে কাজ করার ক্ষমতা দিতে পারে ।
  • রেজিস্ট্রার লিভ-ইন সম্পর্কের বিবৃতি এবং লিভ-ইন সম্পর্কের অবসানের বিবৃতি এবং এই জাতীয় অন্যান্য রেজিস্টারের একটি রেজিস্টার এবং নির্ধারিত পদ্ধতিতে বজায় রাখবেন ।
    • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. লোকসভার দামামা; উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড, অসমে নিষিদ্ধ বহুবিবাহ আইন
  2. উত্তরাখণ্ডে শীঘ্রই বাস্তবায়িত হবে ইউনিফর্ম সিভিল কোড, বার্তা মুখ্যমন্ত্রী ধামির
  3. ইউনিফর্ম সিভিল কোড আটকাব, মোদিকে নিশানা করতে গিয়ে বললেন মমতা
Last Updated : Feb 6, 2024, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.