ETV Bharat / bharat

লোকসভার দামামা; উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড, অসমে নিষিদ্ধ বহুবিবাহ আইন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 10:17 AM IST

Uniform Civil Code: লোকসভা নির্বাচনের আগে দুই বিজেপি রাজ্যে মাস্টারস্ট্রোক ৷ আজ উত্তরাখণ্ডের বিধানসভায় পেশ হবে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি ৷ এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও রাজ্যে বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করার জন্য আইন আনছেন ৷

ETV Bharat
অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি ও দেরাদুন, 6 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে দুই বিজেপি রাজ্যে পরীক্ষা বিজেপির ৷ ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে উত্তরাখণ্ডের বিধানসভায় ৷ সারা দেশে ইউসিসি চালু হওয়ার আগে পরীক্ষামূলকভাবে উত্তরাখণ্ডে প্রথম এই বিধি কার্যকর হবে ৷ এর পাশাপাশি রাজ্যের নিচুস্তরের মধ্য়ে প্রচলিত বহুবিবাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করতে তৎপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

দীর্ঘদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করতে চাইছে বিজেপি সরকার ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, লোকসভা নির্বাচনের আগে এই বিধি কার্যকর করে রাজনৈতিক চাল চালতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিল আইন হলে দেশজুড়ে একই দেওয়ানি আইন কার্যকর হবে ৷ তবে ইতিমধ্যে এই আইন চালু রয়েছে পশ্চিমের গোয়ায় ৷ পতুর্গিজ শাসনকাল থেকে এখনও রাজ্যে ইউসিসি আইন বলবৎ রয়েছে ৷

উত্তরাখণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা প্রায় 14 লক্ষ, যা মোট জনসংখ্যার 13.95 শতাংশ ৷ এদিকে অসমে 34.22 শতাংশই সংখ্যালঘু ৷ 1 কোটিরও বেশি সংখ্যালঘু বাস করে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে ৷ এই দু'টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিবাদ করেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ ৷

এদিকে মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হবে ইউসিসি ৷ তার আগে সরকারের উচ্চস্তরীয় কমিটি এই বিল পর্যালোচনা করে দেখে অনুমোদন করে ৷ তারপর রবিবারই উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছে ৷ উত্তরের এই রাজ্যে এই আইন কার্যকর হলে স্বাধীনতার পর উত্তরাখণ্ডই প্রথম রাজ্য হিসেবে ইউসিসি-কে কার্যকর করবে ৷ লোকসভা নির্বাচনের আগে উত্তরে ইউসিসি কার্যকর হতে চলেছে ৷

উত্তরাখণ্ডে ইউসিসি লাগু হওয়ার পরেই হয়তো অসমের মুখ্যমন্ত্রীও তাঁর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবেন ৷ গত শুক্রবার হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তাঁর সরকার উত্তরাখণ্ডে ইউসিসি চালু পর কী হয়, সে বিষয়ে নজর রাখছে ৷ অসমের বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ এর মধ্যেই বহুবিবাহ নিষিদ্ধ করতে আইন আনবে সরকার ৷

আরও পড়ুন:

  1. উত্তরাখণ্ডে শীঘ্রই বাস্তবায়িত হবে ইউনিফর্ম সিভিল কোড, বার্তা মুখ্যমন্ত্রী ধামির
  2. ইউনিফর্ম সিভিল কোড আটকাব, মোদিকে নিশানা করতে গিয়ে বললেন মমতা
  3. হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ অমর্ত্য সেনের

গুয়াহাটি ও দেরাদুন, 6 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে দুই বিজেপি রাজ্যে পরীক্ষা বিজেপির ৷ ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে উত্তরাখণ্ডের বিধানসভায় ৷ সারা দেশে ইউসিসি চালু হওয়ার আগে পরীক্ষামূলকভাবে উত্তরাখণ্ডে প্রথম এই বিধি কার্যকর হবে ৷ এর পাশাপাশি রাজ্যের নিচুস্তরের মধ্য়ে প্রচলিত বহুবিবাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করতে তৎপর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

দীর্ঘদিন ধরেই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করতে চাইছে বিজেপি সরকার ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, লোকসভা নির্বাচনের আগে এই বিধি কার্যকর করে রাজনৈতিক চাল চালতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বিল আইন হলে দেশজুড়ে একই দেওয়ানি আইন কার্যকর হবে ৷ তবে ইতিমধ্যে এই আইন চালু রয়েছে পশ্চিমের গোয়ায় ৷ পতুর্গিজ শাসনকাল থেকে এখনও রাজ্যে ইউসিসি আইন বলবৎ রয়েছে ৷

উত্তরাখণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা প্রায় 14 লক্ষ, যা মোট জনসংখ্যার 13.95 শতাংশ ৷ এদিকে অসমে 34.22 শতাংশই সংখ্যালঘু ৷ 1 কোটিরও বেশি সংখ্যালঘু বাস করে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে ৷ এই দু'টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিবাদ করেছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ ৷

এদিকে মঙ্গলবার উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হবে ইউসিসি ৷ তার আগে সরকারের উচ্চস্তরীয় কমিটি এই বিল পর্যালোচনা করে দেখে অনুমোদন করে ৷ তারপর রবিবারই উত্তরাখণ্ডের মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছে ৷ উত্তরের এই রাজ্যে এই আইন কার্যকর হলে স্বাধীনতার পর উত্তরাখণ্ডই প্রথম রাজ্য হিসেবে ইউসিসি-কে কার্যকর করবে ৷ লোকসভা নির্বাচনের আগে উত্তরে ইউসিসি কার্যকর হতে চলেছে ৷

উত্তরাখণ্ডে ইউসিসি লাগু হওয়ার পরেই হয়তো অসমের মুখ্যমন্ত্রীও তাঁর রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবেন ৷ গত শুক্রবার হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তাঁর সরকার উত্তরাখণ্ডে ইউসিসি চালু পর কী হয়, সে বিষয়ে নজর রাখছে ৷ অসমের বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ এর মধ্যেই বহুবিবাহ নিষিদ্ধ করতে আইন আনবে সরকার ৷

আরও পড়ুন:

  1. উত্তরাখণ্ডে শীঘ্রই বাস্তবায়িত হবে ইউনিফর্ম সিভিল কোড, বার্তা মুখ্যমন্ত্রী ধামির
  2. ইউনিফর্ম সিভিল কোড আটকাব, মোদিকে নিশানা করতে গিয়ে বললেন মমতা
  3. হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ অমর্ত্য সেনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.