ETV Bharat / bharat

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কেজরি, খারিজ দ্রুত শুনানির আর্জি - Delhi Excise Policy Case

author img

By PTI

Published : Mar 23, 2024, 7:54 PM IST

Updated : Mar 23, 2024, 10:24 PM IST

ARVIND KEJRIWAL
ARVIND KEJRIWAL

Delhi Excise Policy Case: গ্রেফতারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সূত্রের খবর, রবিবারই শুনানির আরজি জানানো হয়েছে আপের তরফে ৷ গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারী দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি ৷

নয়াদিল্লি, 23 মার্চ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লির আবগারী দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ সেই গ্রেফতারির বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ সূত্র মারফত জানা গিয়েছে, আম আদমি পার্টির লিগাল টিমের তরফে এই মামলার শুনানি রবিবার করার জন্য আবেদন করা হয়েছে ৷ তবে তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,মামলার শুনানি হবে আগামী সপ্তাহে।

কেজরিওয়াল এখন ইডি-র হেফাজতে রয়েছেন ৷ তাঁকে আগামী 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে ট্রায়াল কোর্ট ৷ কিন্তু কেজরিওয়ালের অভিযোগ, ইডি তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করেছে ৷ তাই তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক ৷ তবে আগামিকাল, রবিবার এই মামলার শুনানি হবে কি না, সেই বিষয়টি এখনও জানা যায়নি ৷

উল্লেখ্য, দিল্লির আবগারী দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে একাধিকবার সমন পাঠায় ইডি ৷ কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি ৷ বরং তিনি দাবি করতেন যে কেন্দ্রের শাসক দল বিজেপির সমালোচক হওয়ায় তাঁকে রাজনৈতিকভাবে হেনস্তা করা হচ্ছে ৷ তাই ইডির সমন বেআইনি বলে বারবার সরব হয়েছেন তিনি ৷

এই নিয়ে তিনি পরপর দু’দিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ৷ রক্ষাকবচের আবেদন করেন ৷ দু’দিনই কেজরিওয়ালকে ফিরিয়ে দেয় দিল্লি হাইকোর্ট ৷ এর পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে ইডি ৷ তার পরই হইচই পড়ে যায় জাতীয় রাজনীতিতে ৷ সরব হন বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র নেতারা ৷ লোকসভা ভোটের জন্য মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরও কিভাবে এই গ্রেফতারি, তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা ৷ শুক্রবার নির্বাচন কমিশনেও যায় ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল ৷

এই মামলায় আগেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের সাংসদ সঞ্জয় সিং গ্রেফতার হয়েছেন ৷ তাঁরা এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ দিনকয়েক আগে এই মামলায় গ্রেফতার হন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-এর মেয়ে তথা ওই রাজ্যের বিধান পরিষদের সদস্য কে কবিতা ৷

এদিকে আপের তরফে অভিযোগ করা হয়েছে যে শনিবার দিল্লিতে তাদের পার্টি অফিস তালবন্ধ করে দিয়েছে পুলিশ ৷ আপ নেত্রী তথা দিল্লি সরকারের মন্ত্রী অতিশী প্রশ্ন তুলেছেন, একটি জাতীয় দলের পার্টি অফিস লোকসভা নির্বাচনের সময় কিভাবে বন্ধ করে দেওয়া হল ? এ দিন সোশাল মিডিয়ায় পোস্ট করে এই প্রশ্ন তোলেন অতিশী ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে তাঁরা এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন ৷ দিল্লি পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ৷

(পিটিআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. গ্রেফতারি-পর্বের পর আরও বড় নেতা হবেন 'দেশপ্রেমিক' কেজরিওয়াল: পঞ্জাবের মুখ্যমন্ত্রী
  2. আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ?
  3. হাওয়ালা ও দিল্লি জল বোর্ডে অনিয়ম মামলায় ইডির তলব উপেক্ষা কেজরিওয়ালের
Last Updated :Mar 23, 2024, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.