নয়াদিল্লি, 18 মার্চ: দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় ইডির সমন এড়িয়ে গেলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এনিয়ে পালটা আম আদমি পার্টির তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে ৷ তাদের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কেজরিওয়ালের বিরুদ্ধে ব্যবহার করছে ৷
উল্লেখ্য, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ সেখানে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে কেজরিওয়ালকে আজ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ৷ ডিজেবি-তে অবৈধ টেন্ডার ও অর্থ তছরুপের অভিযোগ উঠেছে ৷ যার তদন্ত শুরু করেছে ইডি ৷ সেই তদন্তের সূত্রে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50-এর অধীনে কেজরিওয়ালকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী অতিশী রবিবার দাবি করেছিলেন যে মামলাটি 'ভুয়ো' ৷ তিনি বলেন যে, দল এই বিষয়ে ইডি দ্বারা নথিভুক্ত করা মামলা সম্পর্কে অবগত নয় ।
তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে দিল্লি আবগারি নীতি নির্ধারণ ও আর্থিক তছরুপ মামলাতেও অরবিন্দ কেজরিওয়ালকে মোট 9 বার নোটিশ পাঠিয়েছিল ইডি ৷ তার একটিতেও ইডির মুখোমুখি হননি কেজরিওয়াল ৷ প্রতিবারই বেআইনি নোটিশ বা কাজের ব্যস্ততার অজুহাতে ইডির তলব এড়িয়ে গিয়েছেন আপ সুপ্রিমো ৷ এবার জল বোর্ডে অনিয়ম ও আর্থিক তছরুপ মামলাতেও একইভাবে ইডিকে এড়িয়ে গেলেন তিনি ৷ এ নিয়ে গতকাল অতিশী অভিযোগ করেন, "এটা দেখে মনে হচ্ছে কেজরিওয়ালকে গ্রেফতার করার বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছে ৷ চেষ্টা চলছে লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে প্রচার থেকে আটকানো ৷"
আর এটা পুরোটাই পূর্ব পরিকল্পতি বলে অভিযোগ করেছেন অতিশী ৷ তাঁর দাবি, "কমিশন শনিবার বিকেলে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কয়েকঘণ্টার মধ্যে কেজরিওয়ালকে দু’টি সমন পাঠানো হল ৷ যার একটি আবগারি নীতি ও দ্বিতীয়টি দিল্লি জল বোর্ড সংক্রান্ত ৷ বিজেপি ইডি ও সিবিআই-কে নিজেদের গুন্ডা হিসেবে ব্যবহার করছে বিরোধীদের শেষ করার জন্য ৷"
আরও পড়ুন: