ETV Bharat / bharat

গ্রেফতারি-পর্বের পর আরও বড় নেতা হবেন 'দেশপ্রেমিক' কেজরিওয়াল: পঞ্জাবের মুখ্যমন্ত্রী - Punjab CM Backs Kejriwal

author img

By PTI

Published : Mar 22, 2024, 5:43 PM IST

Punjab CM Mann Backs Arvind Kejriwal: গ্রেফতারি-পর্বের পর অরবিন্দ কেজরিওয়াল আরও বড় নেতা হয়ে উঠবেন ৷ এমনই দাবি করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 22 মার্চ: অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারির এই অধ্যায়ের পর আরও বড় নেতা হয়ে উঠবেন ৷ শুক্রবার এমনই দাবি করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷ এ দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেও দল কেজরিওয়ালের পেছনে দৃঢ়ভাবে রয়েছে বলে তাঁর পরিবারকে আশ্বস্ত করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ কেজরিওয়ালকে তিনি এ দিন দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন ৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভগবন্ত মান বলেন, কেজরিওয়াল শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ধারণা । পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি ও প্রধানমন্ত্রী স্বৈরাচার অনুসরণ করছেন এবং তাঁরা চান না যে, কোনও বিরোধী নেতা লোকসভা নির্বাচনের প্রচার করুন । এ প্রসঙ্গে রাশিয়ার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে ভগবন্ত মান বলেন, "এই দেশে গণতন্ত্র কোথায় ? রাশিয়ায় (ভ্লাদিমির) পুতিন 88 শতাংশ ভোট পেয়েছেন । ওরাও পুতিনের পথ অনুসরণ করছেন ৷"

তিনি আগে যেমন কেজরিওয়ালের সঙ্গে বিরোধীদের জোট ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতেন, আগামী দিনেও তিনি সে রকমই ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "ইন্ডিয়া ব্লক বর্তমানে শক্তিশালী হয়ে উঠেছে এবং আগামী দিনে, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করব এবং যৌথ ইভেন্ট করব ৷" বিজেপির নিন্দা করে এ দিন তিনি আরও বলেন যে, আপ ও কেজরিওয়ালকে ভয় পায় নরেন্দ্র মোদির দল ।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথায়, "এটি বিজেপির একটি ভ্রম যে তারা কেজরিওয়ালকে গ্রেফতারের মাধ্যমে আপকে পর্যুদস্ত করতে পারবে । গত 10 বছরে দেশে কোটি কোটি কেজরিওয়ালের জন্ম হয়ে গিয়েছে ৷" তাঁর কথায়, আম আদমি পার্টি আর একটি ছোট দল নয় এবং এটি পঞ্জাব ও দিল্লিতে সরকারগুলির পাশাপাশি অনেক রাজ্যে সাংসদ এবং বিধায়কদের নিয়ে একটি জাতীয় দলে পরিণত হয়েছে ৷

আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

আরও পড়ুন:

  1. কেজরি আবগারি দুর্নীতির 'কিংপিন', 10 দিনের হেফাজত চেয়ে বলল ইডি
  2. 'নিজের কৃতকর্মের ফল', কেজরির গ্রেফতারিতে তাঁকেই দুষলেন আন্না হাজারে
  3. গণতন্ত্রের উপর নির্মম আঘাত, কেজরি'র গ্রেফতারিতে সরব মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.