ETV Bharat / bharat

এনসিপির নাম-প্রতীক ভাইপো অজিতের, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শরদ শিবিরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 9:18 AM IST

ETV Bharat
শিবসেনা শিবিরে বিভাজন

Election Commission on Nationalist Congress Party: দলের প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার হলেও বেশির ভাগ বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে রয়েছেন ৷ তাই জাতীয় নির্বাচন কমিশন অজিত পাওয়ারকেই দলের নাম ও প্রতীকের অধিকারী বলে ঘোষণা করেছে ৷

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র আসল দাবিদার অজিত পাওয়ারের শিবির ৷ মঙ্গলবার এই স্বীকৃতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার প্রতিষ্ঠিত দলের নাম ও প্রতীক দেওয়াল ঘড়ি এখন ভাইপো অজিত পাওয়ারের ৷ নির্বাচন কমিশন পর্যবেক্ষণে জানায়, সংখ্যাগরিষ্ঠতার বিচারে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের শিবিরে বিধায়কের সংখ্যা বেশি ৷ তাই এনসিপি-র নাম ও প্রতীকের অধিকারী তাঁর শিবির ৷ বর্তমানে অজিত পাওয়ার মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা সরকারের উপ-মুখ্যমন্ত্রী ৷ গত বছরের জুলাই মাসে এনসিপি দলে ভাঙন ধরে ৷ অজিত পাওয়ার নিজেকে এই দলের নাম ও প্রতীকের আসল দাবিদার বলে ঘোষণা করেন ৷

এদিকে রাজ্যসভা নির্বাচন আসন্ন ৷ তাই নির্বাচন কমিশন শরদ পাওয়ারকে আজ, বুধবার দুপুরের মধ্যেই তাঁর দলের নাম ও প্রতীক কমিশনের কাছে জমা দিতে বলেছে ৷ তবে কমিশনের এই ঘোষণাকে গণতন্ত্রের হত্যা বলে উল্লেখ করেছে শরদ পাওয়ারের শিবির ৷ তারা এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ৷

এই প্রসঙ্গে অবশ্য অজিত পাওয়ার বলেন, "গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠাতাকেই অগ্রাধিকার দেওয়া হয় ৷ তাই নির্বাচন কমিশন দলের এবং প্রতীক 'দেওয়াল ঘড়ি' আমাদের দিয়েছে ৷" তিনি জানান, এনসিপি-র 50 জন বিধায়ক তাঁকে সমর্থন করেন ৷ এছাড়া রাজ্যে দলের বেশির ভাগ জেলা সভাপতিরাও তাঁর সঙ্গে রয়েছে ৷

এদিকে দলের প্রতিষ্ঠাতা প্রবীণ নেতা শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে মঙ্গলবার এই স্বীকৃতিকে অদৃশ্য শক্তির জয় বলে উল্লেখ করেন ৷ সাংবাদিকদের তিনি বলেন, "শরদ পাওয়ার এখন রাজ্যসভার বিদায়ী সদস্যদের নিয়ে ব্যস্ত রয়েছেন ৷ বিজেপি নেতা প্রকাশ জাভরেকরও অবসর নিচ্ছেন ৷ তিনি আমাদের বাড়িতে এসেছেন ৷ আমার বাবা তাঁদের নিয়ে ব্যস্ত ৷ আমি এখনই সবকিছু বলতে পারব না ৷ জাতীয় নির্বাচন কমিশন আমাদের দলের নতুন নাম এবং প্রতীক জানানোর নির্দেশ দিয়েছে ৷ যথাসময়ে আপনারা তা জানতে পারবেন ৷" সুলে আরও জানান, শরদ পাওয়ার তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচটি ভিন্ন প্রতীকে নির্বাচনে লড়েছেন ৷ সেই সময় সোশাল মিডিয়াও ছিল না ৷

আরও পড়ুন:

  1. এনসিপি নাম-প্রতীক বিতর্ক, শরদ-অজিতকে আরও সময় দিল নির্বাচন কমিশন
  2. নাতি রোহিতকে তলব ইডি'র, প্রতিবাদে সরব শরদের এনসিপি
  3. এনসিপির কর্তৃত্ব দখলে কমিশনে অজিত, পালটা আবেদন শরদ শিবিরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.