Durga Puja 2022: বিশ্ব বাংলার শিরোপা পাওয়া শান্তিভারতী পরিষদের থিম 'বারো মাসে তেরো পার্বণ'

By

Published : Oct 1, 2022, 10:57 PM IST

thumbnail

এবার পুজোয় বাঙালিয়ানাকে আরও একবার বাঙালিদের কাছে পৌঁছে দিতে চাইছে মালদা শহরের শান্তি ভারতী পরিষদ (Shanti Bharati Parishad)। উৎসবমুখর বাঙালির কাছে উৎসবের চালচিত্র তুলে ধরার চেষ্টা করেছেন এই পুজোর উদ্যোক্তারা। তাই তাঁরা থিম বেছে নিয়েছেন, 'বাঙালির বারো মাসে তেরো পার্বণ'। মণ্ডপে সেই ছবি তুলে ধরেছেন কলকাতা আর্ট কলেজের পড়ুয়ারা। আবেগ আর শিল্পের মিশেলে এই পুজো বোধনেই মালদাবাসীর মন জয় করে নিতে চলেছে, তাতে দ্বিমত নেই উদ্যোক্তাদের। 60তম বর্ষে পা দিতে চলা শান্তি ভারতী পরিষদের এবছরের দুর্গা পুজোর বাজেট আনুমানিক 15 লক্ষ টাকা। মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে বিভিন্ন দেব-দেবীর ছবি আঁকা কুলো, গম্ভীরা ও ছৌ নাচের মতো শিল্পে ব্যবহৃত মুখোশ, কাপড়ের পদ্ম-সহ আরও বেশ কিছু সামগ্রী। অষ্টম চৌধুরীর হাত ধরে সাবেকী রূপে পূজিত হচ্ছেন দেবী দুর্গা (Malda Shanti Bharati Parishad Celebrates Their Puja) ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.