thumbnail

পৃথিবীকে করতে হবে প্লাস্টিকমুক্ত, মডেল বুথ বানিয়ে তাক লাগাল কালিম্পং - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 10:30 PM IST

Kalimpong Model Booth: দ্বিতীয় দফার ভোটে দার্জিলিং লোকসভায় মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ ৷ গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষকে ভোটমুখী করতে ও পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ দেখা গেল কালিম্পংয়ের 20 নম্বর ওয়ার্ডের 24/212 নম্বর বুথে ৷ এখানে তৈরি করা হয়েছে এটি মডেল বুথ ৷ এই মডেল বুথের থিম ছিল প্লাস্টিক থেকে পৃথিবীকে রক্ষা করা ৷

জানা গিয়েছে, পিপ (পলিটিক্যাল অ্যান্ড ইলেকশন এনপাওয়ারমেন্ট প্রোজেক্ট)এডুকেশনাল সোসাইটির মধ্য দিয়ে কার্শিয়াংয়ের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই মডেল থিম তৈরি করতে সাহায্য করেছে ৷ বিভিন্ন পোস্টার-ছবি নিজেদের হাতে তৈরি করেছ পড়ুয়ারা ৷ এই মডেলের মধ্য দিয়ে বর্জিত প্লাস্টিক ব্যবহার করে পড়ুয়ারা যেমন দেখিয়েছে তার সমস্যা তেমনই তার সমাধান কী হতে পারে, সেই দিকেও আলোকপাত করা হয়েছে ৷ যখন এই বুথে ভোটাররা ভোট দিতে আসেন, তখন তারা এই ধরনের প্রোজেক্ট দেখে খুশি হন ৷
পাশাপাশি উপস্থিত স্বেচ্ছাসেবকরাও ভোটারদের পুরো বিষয়টি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন ৷ মাত্র একসপ্তাহের মধ্যে পড়ুয়ারা এই থিম তৈরিতে সাহায্য করেছে ৷ পুরো মডেল বুথ জুড়ে তুলে ধরা হয়েছে পৃথিবীকে প্ল্যাস্টিকের হাত থেকে রক্ষা করা উচিত ৷ এখন থেকে সচেতন না হলে ভবিষ্যতে সেই বিপদ আরও বাড়বে ৷ তাই কমাতে হবে প্ল্যাস্টিকের ব্যবহার ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.