First Aid Training Camp : ট্রাফিক পুলিশ ও সিভিক ভল্যান্টিয়ারদের জন্য ফার্স্ট এড প্রশিক্ষণ কর্মসূচি

By

Published : May 6, 2022, 4:14 PM IST

thumbnail

জেলার প্রতিটি ট্রাফিক পুলিশ ও পুলিশ অ্যাসিট্যান্ট বুথে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে এবার ট্রাফিক পুলিশ ও সিভিক ভল্যান্টিয়ারদের জন্য ফার্স্ট এড চিকিৎসার প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করল মালদা জেলা পুলিশ ৷ আজ, শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে ফার্স্ট এড প্রশিক্ষণ শিবির ৷ এই শিবিরে উপস্থিত ছিলেন আইসি (ট্র্যাফিক) শান্তিনাথ পাঁজা, ওসি (ট্র্যাফিক) বিটুল পাল-সহ বিভিন্ন থানার ট্রাফিক পুলিশ ও সিভিক ভল্যান্টিয়াররা । প্রতি সপ্তাহে বিভিন্ন থানার ট্রাফিক কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে । পাশাপাশি প্রতিটি ট্রাফিক বুথে প্রাথমিক চিকিৎসার কিট পাঠানো হবে বলে জানানো হয়েছে মালদা পুলিশের পক্ষ থেকে (First Aid Training Camp) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.