Apple Cultivation: শুষ্ক জমিতে আপেল চাষ করে তাক লাগালেন পুরুলিয়ার এক চাষি

By

Published : Jun 28, 2022, 10:44 PM IST

Updated : Jun 29, 2022, 7:19 AM IST

thumbnail

পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের অন্তর্গত ঝাড়খণ্ড সীমান্তে রয়েছে তুন্তুরী সুইসা গ্রাম ৷ সেখানকার জমিতে ফলেছে আপেল (Apple Cultivation in Purulia) । গ্রামের বাসিন্দা সর্বেশ্বের কুইরী করেছেন এই আপেল চাষ ৷ কী করে মাথায় এল এই চাষের কথা ? এ কথা তাঁকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, "গত বছর আমার ছেলে কাশ্মীরে গিয়েছিল। সেই সময় সে দু'টো আপেল গাছের চারা সঙ্গে করে নিয়ে আসে। আমি ওই দুটি আপেল গাছের চারা রোপণ করে যত্ন সহকারে দেখভাল করা শুরু করি। এরপর হয় আপেল। গত বছর দুটো গাছে প্রায় 15-16 কেজি আপেল হয়। এই বছরে আগের বারের থেকে বেশি ফলন হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, আমার এই আপেল ফলন দেখতে বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ-সহ অন্যান্য ব্লকের কর্মচারীরাও এসেছিলেন। বর্তমানে পুরুলিয়ার রুখা শুখা জমিতে আপেল চাষ করে জেলাতে নাম করেছেন এই আপেল চাষি। যা নিয়ে প্রবল আগ্রহে রয়েছে জেলার মানুষ।

Last Updated : Jun 29, 2022, 7:19 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.