Panchayat Election 2023: মনোনয়নের শেষ দিনেই আবির মেখে বিজয়োৎসব তৃণমূলের

By

Published : Jun 15, 2023, 6:05 PM IST

thumbnail

ভোট এখনও দেরি রয়েছে ৷ কিন্তু তাতে কী, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ডিজে বাজিয়ে আবির মেখে বিজয় উৎসব পালন করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ বজবজ 1 নম্বর ব্লকের দলীয় কর্মীরা এদিন সবুজ আবির মেখে প্রার্থীর গলায় রজনীগন্ধার মালা পরিয়ে ভোটের আগেই বিজয় উৎসবে সামিল হলেন ৷

দক্ষিণ 24 পরগনার বজবজ এক নম্বর ব্লকের অধীনে 6টি গ্রাম পঞ্চায়েত রয়েছে । পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 17 । জেলা পরিষদের আসন সংখ্যা 2 এবং মোট পঞ্চায়েত সদস্য 102 জন হলেও তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছে মোট 111 জন । অর্থাৎ, বেশ কয়েকটি বুথের সদস্য সংখ্যা ভেঙে দু'জন করে দেওয়া হয়েছে । তবে বজবজ 1 নম্বর ব্লক যে সম্পূর্ণরূপে বিরোধী শূন্য তা বলা যাবে না । একটি গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ বুইতা গ্রাম পঞ্চায়েতে বামেদের তরফ থেকে 1 জন এবং নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের 2 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে । তবু জয় নিশ্চিত ধরে নিয়ে এখনই বিজয়োৎসবে মেতেছেন এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.