ETV Bharat / state

এক ফোনে আবারও দুয়ারে পৌঁছবে গাছের চারা, জেনে নিন নম্বর - Saplings Distribution

KMC Go Green Initiative: আসন্ন বর্ষায় কলকাতা পৌরনিগমে এক ফোনে ফের নাগরিকদের দুয়ারে পৌঁছবে গাছের চারা ৷ সঙ্গে উদ্ভিদবিদরা ৷ আপনি গাছ লাগাতে ইচ্ছুক তাহলে জেনে নিন কোন নম্বরে ফোন করবেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 7:49 PM IST

KMC Go Green Initiative
দুয়ারে গাছের চারা পৌঁছে দেবেন উদ্ভিদবিদরা (ইটিভি ভারত)

কলকাতা, 18 মে: মহানগরে সবুজ ফেরানোই লক্ষ্য ৷ আসন্ন বর্ষায় তাই ফের কলকাতা পৌরনিগমের তরফে নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন গাছের চারা । নাগরিকদের এক ফোনে দরজায় হাজির হবেন পৌরনিগমের উদ্ভিদবিদরা । গাছের চারা তুলে দেবেন সংশ্লিষ্ট ব্যক্তির হাতে ৷ কলকাতা পৌরনিগমের উদ্দেশ্য, পরিবেশ রক্ষায় নাগরিক মনে দাগ কাটা ।

জনবহুল কলকাতার বুকে ফাঁকা জায়গা মেলা এখন আকাশকুসুম ভাবনা । তাই নাগরিকদের ব্যক্তিগত জায়গায় যদি বড় গাছের চারা লাগিয়ে লালনপালন করা যায়, শহর রক্ষায় তার থেকে ভালো কিছু হয় না । সার্বিকভাবে গাছ কমেছে । দূষণে ভুগছে শহর । সবুজের যে আচ্ছাদন ছিল সেটা ফেরানো প্রায় অসম্ভব । তবে খানিক হলেও সেই ক্ষতে প্রলেপ না দিলে আগামী আরও ভয়ঙ্কর হয়ে চলেছে । সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় রিপোর্টেও তার প্রতিফলন হয়েছে । তাই এবার কলকাতায় সবুজ ফেরাতে নাগরিকদের উপর ভরসা রাখছে পৌরনিগম ।

গাছ লাগাতে ইচ্ছুক স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থা, আবাসন, ব্যক্তি মালিকানাধীন বাড়ি বা ফ্ল্যাটের ব্যক্তিরা ফোন করলেই কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের বোটানিস্টরা পোঁছে যাবেন তাঁর কাছে । ফাঁকা জায়গা পরিদর্শন করবেন । ওই জায়গায় কী গাছ ও কতগুলো গাছ লাগানো যায়, তাঁরা দেখে সেই মতো গাছ পুঁতে আসবেন । মাস ছয়েক বাদে ফের সেখানে গিয়ে বোটানিস্টরা নজরদারি চালাবেন ৷ তাঁরা দেখবেন যে গাছগুলো তারা পুঁতে গেলেন সেগুলোর ঠিক করে পরিচর্যা হচ্ছে কি না ।

কলকাতা পৌরনিগমের তরফে উদ্যান বিভাগের ডিরেক্টর জেনারেল কমল সরকার ও ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সোমনাথ সেনের ফোন নম্বর দেওয়া হয়েছে । যথাক্রমে সেগুলি হল- 9674279805, 9830682809। 'গো গ্রিন ইনিশিয়েটিভ' এই নাম দেওয়া হয়েছে ইভেন্টের । গত বছর বর্ষার আগেই এই ধরনের উদ্যোগ প্রথম নেয় কলকাতা পৌরনিগমের তরফে । তবে সেটা সারা বছরের জন্য নয় । কেবল বর্ষার মরশুমের জন্য । গতবারের মতো এবারও বেশ কিছু স্কুল-কলেজ, কর্পোরেট সংস্থার দফতর, ফ্ল্যাট, বাড়ি বা স্বেচ্ছাসেবী সংস্থাকে গাছের চারা দেওয়া হবে ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "মূলত বড় গাছের চারা দেওয়া হবে এবার । আম, জাম, দেবদারু, জারুল, পলাশ, অমলতাস এই ধরনের গাছ দেওয়া হবে । আমরাই লাগিয়ে আসব চারাগুলি । তবে অনেকেই ফুল গাছ, ফল গাছ চাইছে । সেটা খুব কম পরিমাণে দিচ্ছি । আমাদের মূল লক্ষ্য হল, বড় গাছ লাগিয়ে ক্ষতে প্রলেপ দেওয়া ।"

আরও পড়ুন:

  1. ঘণ্টা দুয়েকের ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল শতাধিক পূর্ণবয়স্ক গাছ, চিন্তায় কলকাতা পৌরনিগম
  2. গাছ কাটতে দেখলেই গ্রেফতার করুন, পরিবেশ বাঁচাতে বদ্ধপরিকর মেয়র ফিরহাদ
  3. এক ফোনেই এবার দুয়ারে মিলবে গাছের চারা, রাজ্যে প্রথম এমন উদ্যোগ কলকাতা পৌরনিগমের

কলকাতা, 18 মে: মহানগরে সবুজ ফেরানোই লক্ষ্য ৷ আসন্ন বর্ষায় তাই ফের কলকাতা পৌরনিগমের তরফে নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন গাছের চারা । নাগরিকদের এক ফোনে দরজায় হাজির হবেন পৌরনিগমের উদ্ভিদবিদরা । গাছের চারা তুলে দেবেন সংশ্লিষ্ট ব্যক্তির হাতে ৷ কলকাতা পৌরনিগমের উদ্দেশ্য, পরিবেশ রক্ষায় নাগরিক মনে দাগ কাটা ।

জনবহুল কলকাতার বুকে ফাঁকা জায়গা মেলা এখন আকাশকুসুম ভাবনা । তাই নাগরিকদের ব্যক্তিগত জায়গায় যদি বড় গাছের চারা লাগিয়ে লালনপালন করা যায়, শহর রক্ষায় তার থেকে ভালো কিছু হয় না । সার্বিকভাবে গাছ কমেছে । দূষণে ভুগছে শহর । সবুজের যে আচ্ছাদন ছিল সেটা ফেরানো প্রায় অসম্ভব । তবে খানিক হলেও সেই ক্ষতে প্রলেপ না দিলে আগামী আরও ভয়ঙ্কর হয়ে চলেছে । সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় রিপোর্টেও তার প্রতিফলন হয়েছে । তাই এবার কলকাতায় সবুজ ফেরাতে নাগরিকদের উপর ভরসা রাখছে পৌরনিগম ।

গাছ লাগাতে ইচ্ছুক স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থা, আবাসন, ব্যক্তি মালিকানাধীন বাড়ি বা ফ্ল্যাটের ব্যক্তিরা ফোন করলেই কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের বোটানিস্টরা পোঁছে যাবেন তাঁর কাছে । ফাঁকা জায়গা পরিদর্শন করবেন । ওই জায়গায় কী গাছ ও কতগুলো গাছ লাগানো যায়, তাঁরা দেখে সেই মতো গাছ পুঁতে আসবেন । মাস ছয়েক বাদে ফের সেখানে গিয়ে বোটানিস্টরা নজরদারি চালাবেন ৷ তাঁরা দেখবেন যে গাছগুলো তারা পুঁতে গেলেন সেগুলোর ঠিক করে পরিচর্যা হচ্ছে কি না ।

কলকাতা পৌরনিগমের তরফে উদ্যান বিভাগের ডিরেক্টর জেনারেল কমল সরকার ও ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সোমনাথ সেনের ফোন নম্বর দেওয়া হয়েছে । যথাক্রমে সেগুলি হল- 9674279805, 9830682809। 'গো গ্রিন ইনিশিয়েটিভ' এই নাম দেওয়া হয়েছে ইভেন্টের । গত বছর বর্ষার আগেই এই ধরনের উদ্যোগ প্রথম নেয় কলকাতা পৌরনিগমের তরফে । তবে সেটা সারা বছরের জন্য নয় । কেবল বর্ষার মরশুমের জন্য । গতবারের মতো এবারও বেশ কিছু স্কুল-কলেজ, কর্পোরেট সংস্থার দফতর, ফ্ল্যাট, বাড়ি বা স্বেচ্ছাসেবী সংস্থাকে গাছের চারা দেওয়া হবে ।

এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "মূলত বড় গাছের চারা দেওয়া হবে এবার । আম, জাম, দেবদারু, জারুল, পলাশ, অমলতাস এই ধরনের গাছ দেওয়া হবে । আমরাই লাগিয়ে আসব চারাগুলি । তবে অনেকেই ফুল গাছ, ফল গাছ চাইছে । সেটা খুব কম পরিমাণে দিচ্ছি । আমাদের মূল লক্ষ্য হল, বড় গাছ লাগিয়ে ক্ষতে প্রলেপ দেওয়া ।"

আরও পড়ুন:

  1. ঘণ্টা দুয়েকের ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল শতাধিক পূর্ণবয়স্ক গাছ, চিন্তায় কলকাতা পৌরনিগম
  2. গাছ কাটতে দেখলেই গ্রেফতার করুন, পরিবেশ বাঁচাতে বদ্ধপরিকর মেয়র ফিরহাদ
  3. এক ফোনেই এবার দুয়ারে মিলবে গাছের চারা, রাজ্যে প্রথম এমন উদ্যোগ কলকাতা পৌরনিগমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.