Himachal Snowfall: বঙ্গের হাসফাঁস গরমের মাঝেই বরফে ঢাকল হিমাচলের বিস্তীর্ণ অঞ্চল

By

Published : Apr 19, 2023, 3:23 PM IST

thumbnail

বঙ্গবাসী যখন গরমের দাবদাহে অস্থির, তখন বরফের চাদরে ঢাকল হিমাচল ৷ এপ্রিলের মাঝামাঝি যেখানে বঙ্গে রেকর্ড গরম, পারদের কাঁটা চল্লিশোর্ধ্ব ৷ সেখানে হিমাচল প্রদেশের কুলু, লাহৌলের চারিদিক সেজেছে বরফের আস্তরণে ৷ তুষারপাতের সঙ্গে হিমাচলের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতও হচ্ছে ৷ তুষারপাতের ফলে স্বাভাবিকভাবেই জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে হিমাচলে। লাহৌল উপত্যকায় বুধবার গভীর রাত থেকে তুষারপাত শুরু হয়েছে। তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে সেখানকার বাসিন্দাদের গরমের পোশাক পড়তে হচ্ছে। গতকাল গভীর রাতে সিমলা-সহ সে রাজ্যের অনেক জায়গায় প্রবল বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে ৷

তবে রোহতাং-সহ বেশ কিছু পার্বত্য এলাকায় হালকা বরফ পড়ে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমেছে। রাস্তাগুলি পুরু বরফে ঢেকেছে ৷ এলাকার সমস্ত রাস্তায় যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। প্রশাসনের তরফে রাস্তা থেকে বরফ সরানোর প্রক্রিয়া চলছে অবিরাম। সম্প্রতি লাহৌল ও স্পিতি উপত্যকায় পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় ঘোরাফেরা এড়াতে হোটেল বা ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেই হিমাচল ঢেকেছিল বরফের সাদা চাদরে ৷ তা দেখতে বহু পর্যটকও ভিড় জমিয়েছিলেন ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.