'বার বার দল বদলেছেন আর বিয়ে করেছেন', বুথ পরিদর্শনে গিয়ে প্রাক্তন স্বামীকে বিঁধলেন সুজাতা - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 5:47 PM IST

Updated : May 25, 2024, 10:18 PM IST

thumbnail
বুথ পরিদর্শনে তৃণমূল প্রার্থী (ইটিভি ভারত)

একসময় বৈবহিক সম্পর্ক থাকলেও ৷ বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন হল ৷ এখন কেবলই রাজনৈতিক প্রতিপক্ষ ৷ বুথ পরিদর্শনে গিয়ে সেই প্রাক্তন স্বামীকে বিঁধলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ বললেন, "উনি অপ্রতিরোধ্য মোটেই নন ৷ বার বার দল বদলছেন আর বিয়ে করছেন ৷ এছাড়া আর কোনও কাজ করেননি ৷ ওনার দম থাকলে এক দল থেকেই ভোটে জিততে পারতেন ৷ তার জন্য বার বার দল বদলাতে হত না তাঁকে ৷" ষষ্ঠ দফার নির্বাচন শুরু হতেই সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করেন সুজাতা মণ্ডল ৷ সেইসময় বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপি হেরে গিয়েছে বুঝতে পেরে ভুলভাল অভিযোগ করছে ৷" 

সেইসঙ্গে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ’কে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "সাধারণ মানুষের সঙ্গে বিজেপি এবং সিপিএম সারাবছর কোনও যোগাযোগ রাখে না ৷ বিজেপি প্রার্থী বুঝে গিয়েছেন তিনি হেরে গিয়েছেন ৷ তাই নিজেদের দলের কর্মীদের মার খাওয়াচ্ছেন তিনি ৷" শাঁকারীতে সন্দেশখালি বানিয়ে দেওয়ার বাইক বাহিনীর হুমকি নিয়ে তিনি বলেন, "বাইক নিলেই সে দুষ্কৃতী হয় নাকি! সন্দেশখালি বিজেপির সাজানো তা প্রমাণ হয়ে গিয়েছে ।" 

ষষ্ঠ দফার নির্বাচন শুরু হতেই সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করেন সুজাতা মণ্ডল ৷ ভোট প্রসঙ্গে তিনি বলেন, "দারুণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে । গণতান্ত্রিক উৎসবে সবাইকে দেখলাম উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন । বিজেপি কোথাও কোথাও গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল । কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা তাঁদের পাতা ফাঁদে পা দেননি ।" 

Last Updated : May 25, 2024, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.