Python in Asansol: খাবারের সন্ধানে গ্রামে ঢুকল বিশাল অজগর, সাপ দেখতে জমল ভিড়

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 11:09 PM IST

thumbnail

আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঘুষিক কোলিয়ারি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এক বিশাল অজগর সাপ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ শনিবার বিকেলে একটি গৃহপালিত মুরগিকে ধরার চেষ্টা করছিল অজগর সাপটি। সেই সময় মুরগিটির ডাকে জঙ্গলে ছুটে আসে বাসিন্দারা ৷ দেখা যায় ততক্ষণে অজগরটি মুরগিটিকে মেরে ফেলেছে । বাসিন্দারাই প্রথমে সাপটিকে ধরে একটি ড্রামে রাখার ব্য়বস্থা করে ৷ বাসিন্দাদের দাবি প্রায় 10 থেকে 12 ফুট দৈর্ঘ্য ওই অজগরটির । এরপর তারাই খবর দেয় বন দফতরে । কিন্তু আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে না আসায় উৎসুক গ্রামবাসীরা ভিড় জমায় সাপটিকে দেখার জন্য । পাশাপাশি গ্রামের মানুষজনও আসতে শুরু করে সাপ দেখার জন্য । শেষ পর্যন্ত বিকেল নাগাদ বনদফতরের আধিকারিকরা এসে সাপটিকে নিয়ে যায় । তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপটির শারীরিক পরীক্ষা করার পর সেটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খাবারের সন্ধানে ওই সাপটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল । কিন্তু এত বড় সাপ এভাবে লোকালয়ে চলে আসায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.