Blood Donation: রক্তদানে যুব সমাজকে এগিয়ে আসার বার্তা রামকৃষ্ণ মিশনের মহারাজ

By

Published : Nov 4, 2022, 9:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

thumbnail

রক্তদান জীবন দান এই মহৎ বাণী সব সময় শোনা যায় মহারাজদের মুখে । কিন্তু রক্তদানে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাতে রক্তদান শিবিরে খোদ নিজেই রক্ত দিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের বিশ্বনাথ মহারাজ । শুক্রবার ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুরে দে'জ মেডিকেলের কর্ণধার প্রয়াত স্বরূপ দে (ভায়দার) স্মৃতিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়(Blood Donation)। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মহারাজ, ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা । যুব সমাজকে রক্তদানে এগিয়ে আসার বার্তা দিতে বিশ্বনাথ মহারাজ রক্তদানে আগ্রহী হন এবং রক্তদান করেন ।

Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.