Snowfall in Jammu-Kashmir: রাতভর তুষার বৃষ্টি, বরফে ঢাকল ভূ-স্বর্গ ! দেখুন ভিডিয়ো

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 1:35 PM IST

Updated : Nov 10, 2023, 1:55 PM IST

thumbnail

উপত্যকার রং এখন ধূসর ৷ পাহাড়, বাড়ি, দোকান সব বরফের চাদরে ঢাকা ৷ আগেই কেন্দ্রীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল তুষারপাত হতে পারে ৷ সেই আভাস মিলে গিয়েছে ৷ বৃহস্পতিবার সারারাত ধরে তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীরের পাহাড়ি এলাকায় ৷ তার সঙ্গে উপত্যকা অঞ্চলে বেশ খানিকটা বৃষ্টিও হয়েছে ৷ একটানা তুষারপাতে বরফ জমেছে রাজদান, জোজিলা, কিস্তওয়ার-অনন্তনাগ এবং মুঘল রোডেও ৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাস্তাগুলি এখন বন্ধ রাখা হয়েছে ৷

দিল্লিতে বায়ুদূষণে প্রাণ ওষ্ঠাগত ৷ তবে গতকাল রাতের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীতে ৷ এদিকে দেশের ভূ-স্বর্গে তুষার বৃষ্টি ৷ কাশ্মীর উপত্যকার রাজদান পাস, পির কি গলি, জোজিলা পাস, সোনমার্গ এবং গুলমার্গে তুষারপাত হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 24 ঘণ্টা ধরেই তুষারপাত হচ্ছে ৷ 

শুক্রবার সকাল পর্যন্ত শ্রীনগরে 17.5 মিমি বৃষ্টি, কোয়াজিগান্দ 12 মিমি, পহেলগাঁওতে 6.4 মিমি, কুপওয়ারায় 29.8 মিমি, কোকেরনাগে 5.8 মিমি, গুলমার্গে 22.2 মিমি, জম্মু 42 মিমি, বানিহালে 21.4 মিমি বৃষ্টি হয়েছে ৷ তুষারপাত ও বৃষ্টিতে স্বভাবতই এক ঝটকায় তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে ৷ শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা 6.3 ডিগ্রি সেলসিয়াস, পহেলগাঁওতে 4.4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে ৷

Last Updated : Nov 10, 2023, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.