Jalpesh Death Compensation: জল্পেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য রাজ্যের

By

Published : Aug 2, 2022, 2:06 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

thumbnail

রবিবার রাতে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে চ্যাংরাবান্ধা বাইপাস মোড়ে শট সার্কিট হয়ে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিল রাজ্য সরকার (Bengal Govt Gives Compensation Rs 2 Lakhs to Each family of Jalpesh Electrocution Death) । মঙ্গলবার সকালে শীতলকুচি বিডিও অফিসে মৃতদের পরিবারের হাতে ওই সাহায্য তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Aroop Biswas) । এ দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার-সহ অন্যান্য আধিকারিকরা । মন্ত্রী জানান, প্রশাসন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে । প্রসঙ্গত, গত গত রবিবার রাতে শীতলকুচির নাওহাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একদল যুবক একটি পিকআপ ভ্যানে জল্পেশ মন্দিরের জল ঢালতে যাচ্ছিলেন । পথে চ্যাংড়াবান্ধা বাইপাস মোড়ে ডিজে জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে যায় এবং ঘটনাস্থলেই 10 জনের মৃত্যু হয় (Jalpesh Electrocution Death) । আহত হন অনেকেই ।

Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.