ETV Bharat / bharat

বৈষ্ণদেবীর মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনা, হরিয়ানায় মৃত একই পরিবারের 7 - Ambala Road Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 8:45 AM IST

Updated : May 24, 2024, 10:40 AM IST

Road accident in Ambala: এক পরিবারের সদস্যরা ট্রাভেলার বাসে বৈষ্ণদেবীর মন্দিরে যাচ্ছিলেন ৷ পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাণ হারালেন একই পরিবারের 7 জন ৷

Road Accident in Haryana Ambala
হরিয়ানার অম্বালায় পথ দুর্ঘটনা (ইটিভি ভারত)

অম্বালা, 24 মে: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে 7 জন ৷ জখম হয়েছেন 20 জন ৷ বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে অম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে ৷ একটি মিনিবাস আর একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে একটি পরিবার ট্রাভেলরে বৈষ্ণোদেবীর মন্দিরে যাচ্ছিলেন ৷ ওই ট্রাভেলারে 26 জন ছিলেন ৷ হরিয়ানার অম্বালার কাছে পৌঁছতে ট্রাকের সঙ্গে জোরদার ধাক্কা লাগে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এক আহত যাত্রী বলেন, "বুধবার সকাল 7টা নাগাদ যাত্রা শুরু করেছিলাম ৷ রাত 11টার সময় এই দুর্ঘটনা ঘটে ৷ ড্রাইভার হয়তো হালকা নেশা করেছিল ৷ সবাই তখন ঘুমোচ্ছিল ৷ রাস্তায় বাসে ধাক্কা লাগে ৷" পুলিশ আধিকারিক জানান, বুলন্দশহর থেকে মাতা বৈষ্ণদেবীর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল এই টেম্পো ট্রাভেলার বাসটি ৷ ট্রাকের চালক পলাতক বলে জানান তিনি ৷

আরও পড়ুন: মদ্যপ নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু যুগলের ! আটক অভিযুক্তের বাবা

এর আগে 21 মে তারিখে মহারাষ্ট্রের পুনেতে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় 2 বাইক আরোহীর মৃত্যু হয় ৷ পুনের এই হিট অ্যান্ড রান মামলায় ছত্রপতি সম্ভাজিনগর থেকে আটক হন অভিযুক্ত নাবালকের বাবা ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল শনিবার মধ্যরাতে পুনে শহরের কল্যাণী নগরে । পার্টি থেকে ফিরছিল 17 বছরের নাবালক ৷ মদ্যপ অবস্থায় সে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ ৷ দামি বিদেশি গাড়ি দিয়ে বাইকে থাকা দুই ব্যক্তিকে ধাক্কা মারে অভিযুক্ত ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের ।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে স্কুটিকে ধাক্কা দিল বেপরোয়া সরকারি বাস ৷ স্কুটি ও তার চালক আটকে যায় বাসের পিছনের চাকায় ৷ বাসটি না-থেমে সেই সমেতই টেনে-হিঁচড়ে নিয়ে যায় প্রায় 500 মিটার ৷ রাস্তা ভিজে যায় রক্তে ৷ ছড়িয়ে ছিটিয়ে পড়ে দলা পাকানো মাংসপিণ্ড ৷ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ কোকওভেন থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন:

  1. পুনেতে নৌকা উলটে নিখোঁজ 6, জারি তল্লাশি অভিযান
  2. ছত্তিশগড়ে ডাম্পার উলটে মৃত্যু 19 জনের, আর্থিক সাহায্যের ঘোষণা
Last Updated : May 24, 2024, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.