Bijoya Dashami 2023: দশমীর আবহে বিদায়ের সুর, হাজরা পার্কে দেবীবরণ অপরাজিতা-সায়নীর

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 5:11 PM IST

Updated : Oct 24, 2023, 8:05 PM IST

thumbnail

আজ বিজয়া দশমী। মায়ের কৈলাশে ফেরার পালা ৷ ইতিমধ্যেই বিভিন্ন পুজো মণ্ডপে শুরু হয়ে গিয়েছে দেবী দুর্গার বরণ পর্ব এবং সিঁদুর খেলা। হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো মণ্ডপে মাকে বরণ করতে হাজির ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং সায়নী ঘোষ। প্রথা মেনে বরণ সারলেন অপরাজিতা। এদিন সায়নীও মাকে বরণ করেন সাবেকি কায়দায়। মাতলেন সিঁদুর খেলাতেও। মায়ের বিদায় বেলায় বিষাদের সুর কাটিয়ে আনন্দ উৎসবে হাজির সকলেই ৷ আসছে বছর আবার হবে- এই আশাতেই শুরু আবার দিন গোনা ৷ উৎসবের আবহ আরও একটু বেশি মাতিয়ে দেন  অভিনেত্রী অপরাজিতা ৷ সিঁদুর খেলার আগে ঢাক বাজালেন তিনি ৷ এরপরেই বরণডালা নিয়ে মাকে বরণ করেন অভিনেত্রী ৷ পান পাতা দিয়ে কীভাবে মাকে বিশেষভাবে বরণ করতে হয়, তাও জানালেন দর্শকদের ৷ অন্যদিকে, সায়নীর মায়ের কাছে কোনও বিশেষ প্রার্থনা নেই। সকলে ভালো থাকুক এটাই চান তিনি। আর উমা ঘরের মেয়ে তাই তিনি বারবার আসুক ফিরে ফিরে, এটাই তাঁর বাসনা। পাশাপাশি, হাজরা পার্ক দুর্গোৎসবের এবারের থিম 'তিন চাকার গল্প'। কেন এবার এই থিমের পথে হাঁটল কমিটি ? জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

Last Updated : Oct 24, 2023, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.