ETV এভাবেই দর্শকদের বিনোদন দিয়ে যাবে : রামোজি রাও

By

Published : Aug 27, 2020, 10:44 PM IST

Updated : Aug 28, 2020, 6:40 AM IST

thumbnail

ETV-র 25 বছর পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন রামোজি গ্রুপ অফ কম্পানির চেয়ারম্যান রামোজি রাও । তিনি বলেন, "সবাইকে নমস্কার । আজ 25 বছর পূর্ণ করল ETV । সম্প্রচারের শুরুর দিন থেকেই তেলুগু দর্শকরা চ্যানেলটিকে সমর্থন করেছেন । তাঁরা ETV খুব পছন্দ করেন । আপনাদের সমর্থন, আশীর্বাদ আমাদের কাছে খুব মূল্যবান । এটা গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তেলেগু মানুষদের জয় । এই সাফল্য আপনাদের । এই ইতিহাসও আপনাদের । আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই । যখন একটি শিশুর জন্ম হয় ও সে আপনার চোখের সামনে বেড়ে ওঠে, সেই আনন্দ ভাষায় বর্ণনা করা যায় না । গত 25 বছরের পাতা ওলটালে সংবাদ ও বিনোদন জগতে পেরিয়ে আসা মাইলফলক ও আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখতে পাই । যেদিন থেকে ETV শুরু হয়েছিল সেদিন থেকেই আমরা সুন্দর ও স্বাস্থ্যকর খবর পরিবেশন করার কথা দিয়েছিলাম । এমন খবর সবসময় ভালো অভিজ্ঞতা দেয় ও স্বাস্থ্যকর ভাবনাচিন্তার উদ্রেক করে । সেদিন থেকে আজ পর্যন্ত ETV সেই শর্তকে সৎভাবে পালন করে আসছে । পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনও যাত্রা হয় না । আমাদের সর্বদা নতুনকে স্বাগত জানাতে হয় । যদিও তার অর্থ এই নয় যে যা কিছু নতুন তাকেই আমন্ত্রণ জানানো উচিত । এটা কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে । ETV এই সত্যিটাকে উপলব্ধি করেছে ও সেই অনুযায়ী কাজ করেছে । সেই কারণে আজ পর্যন্ত ETV আপনাদের কাছে পারিবারিক চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে । এর জন্য আমি অংসখ্য অভিনেতা, লেখক, প্রযোজক, পরিচালক, টেকনিকাল বিশেষজ্ঞ, কেবল অপারেটর এবং বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানাচ্ছি । একইভাবে ETV এগজ়িকিউটিভ গ্রুপ, স্টাফদেরও ধন্যবাদ জানাই । এই মানুষগুলির নিরলস পরিশ্রমেই আজ ETV সিলভার জুবিলিতে পৌঁছেছে । আমি আমার ETV পরিবারের সকল সদস্যকে হৃদয় থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি । সঙ্গে আশ্বস্ত করছি যে ETV তার অতুলনীয় বিনোদন প্রসারিত করা চালিয়ে যাবে । সেই আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ।"

Last Updated : Aug 28, 2020, 6:40 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.