Snowfall in Uttarakhand: মরশুমের প্রথম তুষারপাতে বরফে ঢাকা পড়ল বদ্রীনাথ, দেখুন ভিডিয়ো

By

Published : Jan 14, 2023, 7:23 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

শুধু কুফরি ও নারকান্দা নয়, হিমাচল প্রদেশের একাধিক জায়গা তুষারপাতের সাক্ষী হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ডের একাধিক জায়গায়তেও তুষারপাত চলছে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরও এখন বরফের সাদা চাদরে ঢাকা। সমগ্র উত্তর ভারতে ওই একই দৃশ্য (Snowfall Start in North India) ৷ কয়েকদিন ধরেই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও কাশ্মীরের বহু এলাকা ঢেকেছে সাদা চাদরে ৷ আর তুষারপাতের কারণে ওই রাজ্যগুলিতে শীত বেড়েছে। উত্তরাধণ্ডের সীমান্ত জেলা চামোলিতে এদিন প্রবল তুষারপাত হয়েছে (Heavy Snowfall in Uttarakhand)। বদ্রীনাথও ঢেকেছে বরফের সাদা আস্তরণে (Badrinath Shines Like Silver) ৷ আর এ দৃশ্য পর্যটকরাও উপভোগ করছেন। চামোলি, তেহরি এবং উত্তরকাশীতেও একই দৃশ্য বিরাজমান ৷ ওই এলাকাগুলিতে দুই ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে। তুষারপাত দেখতে আসা পর্যটকরা রাতভর রাস্তায় খেলা করতে মেতে উঠেছেন ৷ সে রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ শৈত্যপ্রবাহ চলবে। আকাশ আংশিক মেঘলা থাকবে ও আবহাওয়া শুষ্ক থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। হরিদ্বারে, সকাল থেকেই গঙ্গার ঘাটে গঙ্গা স্নানের জন্য মানুষের ভিড় জমেছে এদিন । 

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.