Leopard Moves Cubs Back: মায়ের কাছে চিতা শাবককে ফেরাল বন দফতর, দেখুন ভিডিয়ো

By

Published : Jan 7, 2023, 12:24 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

দীর্ঘ প্রচেষ্টার পর চিতাবাঘের দু'টি শাবককে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় সফল হল বন দফতর (Leopard Moves Cubs Back) । জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার অদূরে মুনি চা বাগান এলাকায় দু'টি চিতাবাঘের শাবক দেখতে পায় এলাকাবাসী । এরপর শাবকগুলিকে দেখে চা বাগানের শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ খবর দেয় বাগডোগরা বনবিভাগকে । বন দফতরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘের দু'টি শাবককে উদ্ধার করে । এরপর শুরু হয় তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা । নির্দিষ্ট জায়গায় বসানো হয় ট্র‍্যাপ ক্যামেরা । অবশেষে এদিন মাঝরাতে মা চিতাবাঘ তার সন্তানদের নিয়ে যায় । ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য । বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ বলেন, "চিতাবাঘের শাবকগুলিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল । বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে শাবকগুলিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি, সেটাই সবথেকে বড় পাওনা ।"

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.