ETV Bharat / t20-world-cup-2022

T20 World Cup: সাকিবের আউট নিয়ে বিতর্ক, শাহিনের তাণ্ডবে মাত্র 127 রানে শেষ বাংলাদেশ

author img

By

Published : Nov 6, 2022, 11:33 AM IST

Updated : Nov 6, 2022, 1:04 PM IST

T20 World Cup Pakistan vs Bangladesh 1st Inning
T20 World Cup Pakistan vs Bangladesh 1st Inning

টি-20 বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র 127 রান তুলতে পারল বাংলাদেশ (Pakistan vs Bangladesh) ৷ শাহিন শাহ আফ্রিদির 4 উইকেটের সুবাদে প্রথম ইনিংস শেষে এগিয়ে পাকিস্তান ৷

মেলবোর্ন, 6 নভেম্বর: ওপেনার নাজমুল হোসেন শান্তর লড়াকু 54 রানের ইনিংসের পড়েও মাত্র 127 রান তুলতে সক্ষম হল বাংলাদেশ (Pakistan vs Bangladesh) ৷ শাহিন শাহ আফ্রিদির পেসের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশ মিডল অর্ডারের ৷ দুই দলের মাস্ট উইন ম্যাচে আফ্রিদি 4 উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ অভিযোগ উঠেছে, সাকিবের আউটে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত পুরোপুরি ভুল (Pakistan vs Bangladesh) ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) ৷ কিন্তু, অ্যাডিলেডের ব্যাটিং পিচে বাংলাদেশ ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেননি ৷ ভারতের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলা লিটন দাস এদিন মাত্র 10 রানে শাহিন আফ্রিদির শিকার হন ৷ পুরো টুর্নামেন্টে ছন্দ খুঁজে বেরানো শাহিন এদিন দুর্দান্ত বোলিং করেন ৷ 4 ওভারে মাত্র 22 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন তিনি ৷ তবে, বাংলাদেশের ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত ৷ তিনি 48 বলে 54 রান করে ইফতিকার আহমেদের শিকার হন ৷

তবে, সাকিবের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ শাদাব খানের বলে সৌম্য সরকার আউট হলে সাকিব ক্রিজে আসেন ৷ কিন্তু, শাদাবের প্রথম বলেই তিনি লেগ বিফর হন ৷ আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সাকিব রিভিউ নেন ৷ সেখানে দেখা যায়, শাদাবের করা লো ফুল টস সাকিবের ব্যাটের একেবারে পাস দিয়ে যাচ্ছে ৷ আর সেই সময় স্নিকো মিটারে শব্দ ধরা পড়ে ৷ কিন্তু, থার্ড আম্পায়ার ল্যাংটন রুস তাঁর সিদ্ধান্তে জানান, ব্যাট মাটিতে লাগায় স্নিকোতে তরঙ্গ দেখা গিয়েছে ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় ‘চোকার’ প্রোটিয়াদের, সেমিতে ভারত

কিন্তু, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত মানতে নারাজ সাকিব মাঠের দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ৷ শেষে হতাশা প্রকাশ করে তিনি মাঠ ছাড়েন ৷ বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফেও এনিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে ৷ যদিও, এই আউট নিয়ে ধারাভাষ্যকাররাও আম্পায়ারের সঙ্গে সহমত হতে পারেননি ৷ দাবি করা হয়েছে, রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে বল ব্যাটেই লেগেছে ৷ কারণ, ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় সাকিবের ব্যাট মাটি থেকে উপরেই ছিল ৷ প্রসঙ্গত, এই ম্যাচ যে দল জিতবে তারাই সেমি-ফাইনালে উঠবে ৷

Last Updated :Nov 6, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.