ETV Bharat / entertainment

ডি-হাইড্রেশনের জেরে হাসপাতালে ভরতি শাহরুখ, কেমন আছেন এখন ? - Shahrukh Khan Hospitalised

author img

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 7:46 PM IST

Updated : May 22, 2024, 10:11 PM IST

Shah Rukh Khan: কেকেআরের ম্যাচ দেখার পর হঠাৎ অসুস্থ শাহরুখ খান ৷ তড়িঘড়ি ভরতি করা হল হাসপাতালে ৷ কী হয়েছে কিং খানের ?

Shah Rukh Khan
হাসপাতালে ভর্তি শাহরুখ খান (নিজস্ব ছবি)

মুম্বই, 21 মে: হাসপাতালে ভরতি হলেন শাহরুখ খান ৷ মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের কোয়ালিফায়ার ম্যাচ দেখতে গিয়েছিলেন কিং খান ৷ সঙ্গে মেয়ে সুহানা খান, ছেলে আব্রাম ছাড়াও অনন্যা পান্ডে এবং শানায়া কাপুর ছিলেন ৷ সূত্রের খবর, ম্যাচ দেখার পরই অসুস্থ হয়ে পড়েন কিং খান ৷ স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে তড়িঘড়ি আমেদাবাদের কেডি হাসপাতালে ভরতি করা হয় তাপপ্রবাহের কারণে অভিনেতার ডিহাইড্রেশন হয় বলে জানা গিয়েছে ৷ সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা ৷

আমেদাবাদে তীব্র গরম ছিল ৷ সঙ্গে ছিল তাপপ্রবাহের সতর্কতা ৷ তার মধ্যেই ছেলে ও মেয়েকে নিয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন কিং খান ৷ ম্যাচের শেষ পর্যন্ত গ্যালারিতে তাঁকে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল ৷ তবে হিটওয়েভের কারণে ম্যাচ শেষে ডিহাইড্রেশনের শিকার হন অভিনেতা ৷ শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাঁকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয় ৷ শারীরিক অবস্থার উন্নতি হলে বৃহস্পতিবার অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে খবর ৷ যদিও এই ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই এখনও ৷

যদিও শাহরুখ খানকে ছাড়ার বিষয়ে তাঁর দল কেকেআর কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি । কিন্তু রিপোর্ট বলছে, এখন শাহরুখের অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি প্রাথমিক চিকিৎসার পর রাতেই হোটেলে ফিরে গিয়েছেন । যদিও যাঁর অসুস্থতা নিয়ে এত উদ্বেগ সেই কিং খান অবশ্য নিজে কিছুই জানাননি এখনও ৷

আরও পড়ুন :

  1. তীব্র গরম ! খবর পড়াকালীন জ্ঞান হারালেন দূরদর্শনের সঞ্চালিকা
Last Updated : May 22, 2024, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.