ETV Bharat / t20-world-cup-2022

T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় ‘চোকার’ প্রোটিয়াদের, সেমিতে ভারত

author img

By

Published : Nov 6, 2022, 9:24 AM IST

Updated : Nov 6, 2022, 1:04 PM IST

netherlands-win-against-south-africa-by-13-runs-as-india-qualify-for-semi-final
netherlands-win-against-south-africa-by-13-runs-as-india-qualify-for-semi-final

নেদারল্যান্ডের বিরুদ্ধে 13 রানে হারের ফলে গ্রুপ পর্যায়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা (Netherlands Win Against South Africa by 13 Runs) ৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হারের সঙ্গেই গ্রুপ 2 থেকে প্রথম দল হিসাবে সেমি-ফাইনালে প্রবেশ করে গেল ভারত (India Qualify for Semi-Final) ৷

অ্যাডিলেড, 6 নভেম্বর: 2022 টি20 বিশ্বকাপের (T-20 World Cup) আবারও অঘটন ৷ নেদারল্যান্ডের বিরুদ্ধে 13 রানে হারের ফলে গ্রুপ পর্যায়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা (Netherlands Win Against South Africa by 13 Runs) ৷ সেই সঙ্গে আরও একবার ‘চোকার’ শব্দটি জুড়ে গেল প্রোটিয়াদের সঙ্গে ৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হারের সঙ্গেই গ্রুপ 2 থেকে প্রথম দল হিসাবে সেমি-ফাইনালে প্রবেশ করে গেল ভারত (India Qualify for Semi-Final) ৷ আজ মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলে গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সুযোগ ভারতের ৷

এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ৷ কিন্তু, অ্যাডিলেডের ব্যাটিং পিচে শুরু থেকেই ছন্দে ছিলেন দুই ডাচ ওপেনার ৷ প্রথম উইকেটে 58 রানের পার্টনারশিপ করেন স্টেফান মাইবার্গ এবং ম্যাক্স অডওড ৷ এর পর তিন নম্বরে নামা টম কুপার 19 বলে 35 রানের ইনিংস খেলেন ৷ কলিন অ্যাকরম্যান 26 বলে 41 রানে অপরাজিত থাকেন ৷ নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে শক্তিশালী প্রোটিয়াস বোলিংয়ের সামনে 158 রান তোলেন ডাচরা ৷

এদিন দক্ষিণ আফ্রিকার বোলারা শুরু থেকেই ছন্দে ছিলেন না ৷ বিশেষ করে কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডি ৷ একমাত্র এনরিক নখিয়া এবং কেশব মহারাজ ভালো বল করেছেন ৷ নখিয়া 4 ওভারে 10 রান দিয়ে 1 উইকেট নেন ৷ আর কেশব মহারাজ 4 ওভারে 27 দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ 159 রান তাড়া করতে নেমে শুরু থেকেই স্লথ গতিতে রান তুলছিলেন দুই দক্ষিণ আফ্রিকান ওপেনার ৷ কুইন্টন ডি’কক 13 বলে 13 রান করে আউট হন ৷ অধিনায়ক তেম্বা বাভুমাও সেট হয়ে গিয়ে আউট হন ৷ তিনি 20 বলে 20 রান করেছেন ৷

আরও পড়ুন: 14 বছরের কেরিয়ারে প্রথমবার সাংবাদিকদের সঙ্গে জন্মদিন পালন বিরাটের

এর পর রাইলি রসউ, অ্যাডাম মার্করম, ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেন স্টার্ট পেয়েও ম্যাচ শেষে করে আসতে পারেননি ৷ রসউ 25, মার্করম 17, মিলার 17 এবং ক্লাসেন 21 রানে আউট হন ৷ নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে সফল বোলার ব্র্যান্ডন গ্লোভার ৷ তিনি 2 ওভারে 9 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ ফ্রেড ক্লাসেন এবং বাস দে লিডে 2টি করে উইকেট নেন ৷ দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 145 রানে থেমে যায় ৷

আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে ভারত ? সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছাড়লেন বিনি

এ দিন দক্ষিণ আফ্রিকার হারের সঙ্গে সঙ্গে ভারত গ্রুপ 2 থেকে প্রথম দল হিসাবে সেমি-ফাইনালে উঠেছে ৷ আজ মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত ৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিদায়ের সঙ্গেই সেমি-ফাইনালের দরজা খুলে গেছে পাকিস্তান এবং বাংলাদেশের সামনে ৷ আজ অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে এই দুই দেশ মুখোমুখি হয়েছে ৷ এই ম্যাচ যারা জিতবে, তারাই গ্রুপ 2 থেকে দ্বিতীয় দল হিসাবে সেমি-ফাইনালে যাবে ৷

Last Updated :Nov 6, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.