ETV Bharat / t20-world-cup-2022

T-20 World Cup: স্বপ্ন ছোঁয়ার খুব কাছ থেকে ফিরলাম, প্রতিক্রিয়া হতাশ বিরাটের

author img

By

Published : Nov 11, 2022, 5:45 PM IST

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে হতাশা প্রকাশ বিরাট কোহলির (Virat Kohli Shows Disappointment After Loss) ৷ তবে, টুর্নামেন্টের সেরা মুহূর্তগুলি নিয়ে মনে রেখে, আরও ভালো করার প্রতিশ্রুতিও দিলেন ‘কিং কোহলি’ ৷
Virat Kohli Shows Disappointment After Loss
Virat Kohli Shows Disappointment After Loss

অ্যাডিলেড, 11 নভেম্বর: টি-20 বিশ্বকাপ (T-20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একপেশেভাবে ম্যাচ হেরেছে ভারত ৷ এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের মনোবল কার্যত তলানিতে ৷ বিশেষ করে যেসব ক্রিকেটারদের কাছে এটাই প্রথম বিশ্বকাপ, এমন তরুণদের কাছে ৷ তবে, মন খারাপ বিরাট কোহলিরও ৷ ম্যাচে হারের পর তাই সোশাল মিডিয়ায় সেই হতাশাটাই প্রকাশ করলেন বিরাট (Virat Kohli Shows Disappointment After Loss) ৷ লিখলেন, ‘‘আমাদের স্বপ্নের কিছুটা দূর থেকেই অস্ট্রেলিয়া ছাড়লাম ৷’’

টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারার হতাশা এদিন সোশাল মিডিয়াতে প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তবে, এটাও উল্লেখ করেছেন যে, দল হিসাবে পুরো টুর্নামেন্ট তাঁরা দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছে ৷ পাশাপাশি, অনুরাগী এবং সমর্থকদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন বিরাট ৷ সেই সঙ্গে, তাঁর মন্তব্য আগামী দিনে দল হিসাবে আরও উন্নতি করার চেষ্টা করবেন তাঁরা ৷

এদিন বিরাট তাঁর টুইটারে লেখেন, ‘‘হৃদয়ে ব্যর্থতার হতাশা নিয়ে এবং আমাদের স্বপ্নের থেকে কিছুটা দূর থেকেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে ৷ তবে, এখান থেকে অনেক সুন্দর মুহূর্ত দল হিসাবে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ৷ এবার লক্ষ্য হবে এখান থেকে নিজেদের আরও ভালো করার ৷’’ ভারতীয় ক্রিকেট ফ্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘স্টেডিয়ামে আমাদের সমর্থন করার জন্য যে বিশাল সংখ্যায় সমর্থক এসেছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ ৷ সবসময় এই জার্সিটা পড়তে এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করে নিজেকে গর্বিত মনে করি ৷’’

  • We leave Australian shores short of achieving our dream and with disappointment in our hearts but we can take back a lot of memorable moments as a group and aim to get better from here on. pic.twitter.com/l5NHYMZXPA

    — Virat Kohli (@imVkohli) November 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রোহিত-বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করার সময় এখনও আসেনি: দ্রাবিড়

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে 168 রান তুলেছিল ভারত ৷ যে রান মাত্র 16 ওভারেই বিনা উইকেট হারিয়ে তুলে নেন দুই ব্রিটিশ ওপেনার ৷ ফলত, সেমিফাইনালে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় দলকে ৷ যে হারের পর রোহিত শর্মার অধিনায়কত্ব এবং কঠিন সময়ে তার নেতৃত্ব দেওয়ার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিশেষ করে 169 রান ডিফেন্ড করতে নেমে রোহিতের রক্ষণশীল মনোভাব সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.